রাজস্থলী শফিপুরে সাংবাদিকদের ঘরে চুরি প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২২ //চাইথোয়াইমং মারমা, রাজস্থলী// রাংগামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের শফিপুর এলাকার বাসিন্দা ও স্থানীয় সাংবাদিক দম্পতির ঘরে চুরি ঘটনা ঘটেছে। সাংবাদিক নুসরাত রাজস্থলী প্রেস ক্লাবের সদস্য হয়। নুসরাত জাহান নিশু বলেন গত ২৮ মার্চ সোমবার সকাল ১০ ঘটিকায় সময় বড় মেয়েকে স্কুলে পাঠিয়ে ব্যক্তিগত কাজে রাজস্থলী উপজেলাতে যায়। রাজস্থলী হতে কাজ শেষ করে ফিরে এসে দেখি প্রায় দুপর ১ ঘটিকার সময় বাড়ি ঘরে ঢুকতে দেখতে পান ঘরের দরজার তালা ভাঙা। ঘরের ভিতরের জিনিসপত্র এলো মেলো করে দেখতে পায়। নিজ রুমে খাটের উপর বেডের নিচে রাখা গরু বিক্রি করা ৫৫ হাজার টাকা নেই। এর পর ঘরে লাকিসে রাখা প্রয়োজনীয় কাগজ পত্র এবং লাকিজের ভিতরে থাকা এক ভরি স্বর্নসহ বেসকিছু মালামার চুরি করে নিয়ে গেছে অজ্ঞাত ব্যক্তিরা। নুসরাত ও মোঃ সুমন বলেন ২৯ তারিখ এ বিষয়ে চন্দ্রঘোনা থানায় লিখিতভাবে অভিযোগ অবহিত করা হয়। চন্দ্রঘোনা থানা ওসি ইকবাল বাহার চৌধুরী জানান তদন্ত চলছে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। SHARES অপরাধ বিষয়: