রাজস্থলী সড়কে মাহিন্দ্রা গাড়ি ও ট্রাক মুখোমুখি সংর্ঘষে চালক নিহত ১ আহত -২

প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২২

//চাইথোয়াইমং মারমা, রাজস্থলী//

রাঙ্গামাটি জেলা রাজস্থলী উপজেলাতে ট্রাক ও মাহিন্দ্র মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছে। ১৯ মার্চ শনিবার দুপুর ২টায় উপজেলার গাইন্দ্যা ইউনিয়নে গাইন্দ্যা উচ্চ বিদ্যালয়ের সামনে গাইন্দ্যা কাঁঠাল বাগান মোড়ে চন্দ্রঘোনা থেকে আশা ফরিদপুর ট ১১-০১৭০ নাম্বারের ট্রাক গাড়ীর সাথে ইসলামপুর এলাকা থেকে বাঙ্গালহালিয়া গামি মাহিন্দ্রের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মাহিন্দ্র চালক হ্লাথোয়াইইচিং মারমা নামে ( ৩২) নিহত হয়েছে। এর পর গুরুতর আহত দুই জনকে চন্দ্রঘোনা মিশন হাসপাতালে পাঠানো হয়েছে বলে স্থানীয় ইউপি সদস্য এমদাদুল হক মিলন ও রাজভিলা ইউপি সদস্য মোঃ বাদশা আলঙ্গীর জানান।
স্থানীয় প্রত্যাক্ষদর্শীরা জানান, ‘ নিহত ব্যক্তির হ্লাথোয়াইচিং মারমা রাজভিলা ইউনিয়নের রেনিপাড়া এলাকায় পাড়া কারবারি চাইসুইঅং মারমার ছেলে। সে তাংখালি পাড়া থেকে দুইজন যাত্রী নিয়ে বাঙ্গালহালিয়ার উদ্দেশ্যে রওনা দেন। এক পর্যায়ে গাইন্দ্যা কাঁঠাল বাগান রাজস্থলী – চন্দ্রঘোনা প্রধান সড়কে সরকারি গুদামে চাউল বোঝাই ট্রাকের সাথে মাহিন্দ্র মুখোমুখি সংঘর্ষে দূর্ঘটনায় শিকার হয়। এ দূর্ঘটনায় খবর শুনে সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজস্থলী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু সালেহ ।