বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উত্থাপিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা শিক্ষার্থীদের মাঝে পৌছে দেওয়া ও আগামীর বাংলাদেশ বিনির্মানে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা করেছে কাচালং সরকারি ডিগ্রী কলেজ ছাত্রদল।
সোমবার( ১১ নভেম্বর) দুপুরে কলেজ প্রাঙ্গণে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের সাথে কথা বলেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি আরিফুল ইসলাম আরিফ। তিনি শিক্ষার্থীদের নিকট সন্ত্রাস ও মাদকমুক্ত নিরাপদ ক্যাম্পাস বিনির্মানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। গত ১৬ বছরে ফ্যাসিবাদী সরকারের পেটোয়া বাহিনী ছাত্রলীগ ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর নির্যাতন করে ভয়ের সংস্কৃতি চালু করেছে, চাদাবাজি, টেন্ডারবাজি দখলদারিত্ব, হত্যার রাজনীতি করেছে। এই ধরনের অপরাজনীতি রুখে দিয়ে শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে নিরাপদ ক্যাম্পাস ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মানের প্রতিশ্রুতি পুনঃব্যক্ত করেছেন। শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা, ডিবেটিং ক্লাব প্রতিষ্ঠা করা, নিয়মিত খেলাধুলার আয়োজন করা, সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করা, শিক্ষা সফরের আয়োজন করাসহ শিক্ষার্থীবান্ধব কর্মসূচিতে শিক্ষার্থীদের পাশে ছাত্রদল সোচ্চার থাকবে বলে অঙ্গীকার ব্যক্ত করেন। শিক্ষার্থীদের হাতে রাষ্ট্র সংস্কারের ৩১ দফার লিফলেট প্রদান করে তিনি আগামীর ছাত্ররাজনীতি ও বাংলাদেশ বিনির্মানে শিক্ষার্থীদের মতামত জানতে চান। এতে সাধারণ শিক্ষার্থীরা কেমন বাংলাদেশ ও ক্যাম্পাস চায় সে সম্পর্কে মতামত প্রকাশ করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন রানা, রাঙ্গামাটি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমন, রাঙ্গামাটি সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক আল আমিন, বাঘাইছড়ি উপজেলা ছাত্রদলের আহবায়ক হুমায়ুন রশিদ, সদস্য সচিব জিন্নাত তালুকদার, বাঘাইছড়ি পৌর ছাত্রদলের আহবায়ক ইউনুস মানিক , সদস্য সচিব মোঃ সোহেল , কাচালং সরকারি ডিগ্রী কলেজ ছাত্রদলের আহবায়ক নুর কবির ও সদস্য সচিব সরোয়ার গাজী সহ ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
সভা শেষে ছাত্রদলের নেতৃবৃন্দরা কলেজ প্রাঙ্গণে নিম ও মেহগনি গাছের দুটি চারা রোপন করেন।
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪