২০২০-২১ অর্থ বছরে বাঘাইছড়ি পৌরসভার বরাদ্দকৃত মধ্যমপাড়া রাস্তার কাজ দ্রুত সম্পন্ন করার দাবীতে মানবন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে পৌরসভার ১নং ওয়ার্ডের মধ্যমপাড়া গ্রামবাসী।
[caption id="attachment_2958" align="alignnone" width="300"] রাস্তার বর্তমান দৃশ্য[/caption]
আজ সোমবার সকাল ১০ ঘটিকায় বিক্ষোভ মিছিল উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে এসে চৌমুহনী চত্বরে মাববন্ধন করে।
মানবন্ধনে বক্তব্য রাখেন মধ্যমপাড়া বাসিন্দা উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, প্রবীন ব্যাক্তি মোঃ ওমর আলী ফরায়েজী, সামাজিক সংগঠক মাহমুদুল হাসান সহ আরো অনেকেই।
বক্তারা বলেন, গতবছর ডিসেম্বর মাসে কাজ শুরু হয় কিন্তু কিছুদিন পর কাজ বন্ধে হয়ে যায়, বর্তমানে রাস্তা দিয়ে হাটাচলার কোন অবস্থাই নেই, রোগীদের নিয়ে হাসপাতালে যাওয়া আসা কোন ভাবেই সম্ভব নয়, রাতের বেলায় মুসল্লিরা মসজিদে যেতে পারে না, প্রতিদিন বাজার মাথায় করে কাদার মধ্যদিয়ে বাড়িতে যেতে।
দীর্ঘ ৮ মাসের অধিক সময় ধরে রাস্তার খারাপ অবস্থার কারনে মধ্যমপাড়াবাসীর ক্ষোভ আজ বিক্ষোভে পরিণত হয়েছে এবং পৌরসভার নব নির্বাচিত মেয়র জমির হোসেনের কাছে স্মরণাপন্য হয়েছেন দ্রুত রাস্তার কাজ সম্পন্ন করার জন্য।
এ বিষয়ে জানতে চাইলে পৌর মেয়র জমির হোসেন বলেন, কাজটি গত অর্থ বছরে বরাদ্ধ হয়েও এখনো সম্পন্ন হচ্ছে না যার ফলে এলাকাবাসী কষ্ট পাচ্ছে বিষয়টি দুঃখজনক। আমি দায়িত্ব গ্রহণের পর ইতিমধ্যে ঠিকাদারকে অফিসিয়ালি নোটিশ দিয়েছি দ্রুত কাজ সম্পন্ন করার জন্য, আশা করছি কিছু দিনের মধ্যেও কাজটি সম্পন্ন হবে।
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪