রূপকারী ইউনিয়নের ইতিহাস ও পটভূমি প্রকাশিত: ৯:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২১ রূপকারী ইউনিয়ন রূপকারী বাংলাদেশের রাঙ্গামাটি জেলার অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার একটি ইউনিয়ন। ১৯৬৬ সালে রূপকারী ইউনিয়ন পরিষদ স্থাপিত হয় । ইহার উত্তরে বঙ্গলতলী ইউনিয়ন, দক্ষিনে খেদারমারা ইউনিয়ন, পূর্বে মারিশ্যা ইউনিয়ন ও কাচালং নদী, পশ্চিমে খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার উপস্থিত । এই ইউনিয়নটি উপজেলা সদর হইতে ৫ কিলোমিটার দূরে অবস্থিত । ৩৭৭ নং রূপকারী ও ৩৮১ নং বটতলী মৌজা নিয়ে রূপকারী ইউনিয়ন গঠিত । ইউনিয়নে বর্তমান লোকসংখ্যা প্রায় ৭০০০ হাজারের অধিক এবং আয়তন প্রায় ২৩. ৩৭ বর্গ কি.মি.। এই ইউনিয়নে কোন হাট- বাজার নাই উপজেলার সদর হাট বাজার থেকেই বাজার করেন ইউনিয়ন বাসী। জেলা ও উপজেলা সদরের সহিত স্থল সড়ক পথ ও বর্ষা মৌসুমে নদী পথে যোগাযোগ করা হয়। রূপকারী ইউনিয়নে কৃষি কাজ এ ইউনিয়নের আধিবাসীগন অধিকাংশই হল কৃষির উপর নির্ভরশীল । কিছু সংখ্যক লোক চাকুরী ও ব্যবসা কাজে নিয়োজিত । এখানে উৎপাদিত ফসল, ধান, কলা, আদা, আখ, কাঠাল, হলুদ, বেগুন,ইত্যাদি । রূপকারী ইউনিয়নের সাক্ষরতার হার ৪৬.৪৭%। মাধ্যমিক বিদ্যালয় সংখ্যা ২টি যথাক্রমেঃ রূপালী উচ্চ বিদ্যালয় ও দক্ষিণ রূপকারী উচ্চ বিদ্যালয় সহ রয়েছে ১৪টি সরকারী ও রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়। এই ইউনিয়নে রয়েছে ‘কাচালং শিশু সদন’ নামে একটি আশ্রম যা পার্বত্য অঞ্চলের মধ্যে একটি অন্যতম আশ্রম (আশ্রম নিয়ে পরবর্তীতে আলোচনা করা হবে)। রূপকারী ইউনিয়নের পূর্ব সীমান্ত দিয়ে প্রবাহিত হচ্ছে কাচালং নদী, দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে কৃত্রিম হ্রদ(ফিত্তি) ও জুম চাষ করা পাহাড়ের নয়নাভিরাম দৃশ্য। ২০০৮-২০০৯ অর্থ বছরে ফিত্তির পাড়ে রূপকারী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মিত হয়। ইউনিয়ন পরিষদ ভবন ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান- শ্যামল চাকম । চেয়ারম্যান শ্যামল চাকমা পূর্বে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ যথাক্রমে- ১। লাল বিহারী চাকমা ২। চিত্ত রঞ্জন চাকমা (ভারপ্রাপ্ত) ৩। জ্যোতিষ কুমার চাকমা ৪। শামসুল হুদা ৫। শান্তিময় চাকমা ৬। আলী হোসেন ৭। বিশ্বজিত চাকমা ৮। পারদর্শী চাকমা তথ্য- ইউকিপিডিয়া SHARES প্রচ্ছদ বিষয়: বাঘাইছড়িরূপকারীসাজেক