ললিত কুমার কার্বারির উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

প্রকাশিত: ৯:৪৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২২

বাংলাদেশ আওয়ামীলীগ বাঘাইছড়ি পৌর শাখার ৮নং ওয়ার্ডের সভাপতি প্রবীন রাজনৈতিক ব্যাক্তিত্ব ললিত কুমার কার্বারির উপর গতকাল রাত আনুমানিক ৯ ঘটিকার সময় বাড়ি থেকে ডেকে নিয়ে হামলা করে দুর্বিত্তরা, হামলার প্রতিবাদে আজ বাঘাইছড়ি পৌর আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বাঘাইছড়ি পৌর আওয়মীলীগের সভাপতি ও পৌর মেয়র জমির হোসেন এর সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মামুন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সদস্য আব্দুস শুক্কুর মিয়া, উপজেলা যুব লীগের সভাপতি শাহরিয়ার হোসেন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনসুর আলী, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল জলিল সহ আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

বিক্ষোভ মিছিল উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে এসে চৌমুহনী শাপলাচত্বরে এসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বক্তারা বক্তব্যে বলেন, বাঘাইছড়ি উপজেলার রাজনৈতিক পরিবেশ শান্ত ছিলো, এই শান্ত পরিবেশকে যারা ধ্বংস করার পায়তারা করতেছে এবং আওয়ামীলীগের কর্মীর উপর হামলা করেছে প্রশাসন যেন দ্রুত এই ঘটনায় যারা জড়িত তদন্ত সাপেক্ষে তাদের বিচারের আওতায় আনে এই আশা ব্যাক্ত করেন।

বর্তমানে ললিত কুমার চাকমা (কার্বারি) বর্তমানে চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি আছেন।