শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২৩

মোঃ ইব্রাহিম ||

রাঙ্গামাটির বাঘাইছড়িতে উপজেলা প্রশাসনের আয়োজনে শহিদ বুদ্ধিজীবী দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০ ঘটিকায় বাঘাইছড়ি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সহকারী কমিশনার (ভূমি) মাহফুজুর রহমানে সভাপত্বি সভায় প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদর্শন চাকমা।

বিশেষ অথিতিদের মধ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম ও সাগরিকা চাকমা, বাঘাাইছড়ি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফকরুল ইসলাম মৃধা, বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ ইশতিয়াক আহমেদ ,বাংলাদেশ আওয়ামীলীগ বাঘাইছড়ি উপজেলা শাখার সভাপতি (ভারপ্রাপ্ত) আলী হোসেন, বীর মুক্তিযোদ্ধা আজিজুুর রহমান ও আব্দুস সবুর উপস্থিত ছিলেন।

বাঘাইছড়ি প্রেস ক্লাবের সদস্য মাহমুদুল হাসান এর সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোসাদ্দিক সরকার, এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ম শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী সহ শিক্ষার্থীবৃন্দরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের এ দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার আল-বদর, আল-শামসরা বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে। বুদ্ধিজীবী হত্যার ঠিক দুই দিন পর অর্থাৎ ১৬ ডিসেম্বর জেনারেল নিয়াজির নেতৃত্বাধীন বর্বর পাকিস্তানী বাহিনী আত্মসমর্পণ করে এবং স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে।
বাংলাদেশ মেধশূন্য জাতি হিসেবে গঠন হোক এটাই ছিলো পাকিস্তানিদের চাওয়া তবে বর্তমান বাংলাদেশ ১৯৭১ সালের সেই শোক কে শক্তিতে রূপান্তরিত করে আজ উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের পথে।