শহীদ আবরার ফাহাদ স্মরণে ছাত্রদলের মৌন মিছিল ও স্মরণ সভা প্রকাশিত: ১০:০১ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২৪ রাঙ্গামাটির বাঘাইছড়িতে কাচালং সরকারি ডিগ্রী কলেজ ছাত্রদলের আয়োজনে বুয়েটে নিহত শহীদ আবরার ফাহাদ এর ৫ম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মৌন মিছিল ও স্মরণ সভা অনুষ্ঠিত সোমবার (৭ অক্টোবর) সকালে কাচালং সরকারি ডিগ্রী কলেজ প্রাঙ্গণে এক মৌন মিছিল শেষে কলেজ হল রুমে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। কাচালং সরকারি ডিগ্রী কলেজ ছাত্রদলের আহবায়ক মো: নুর কবির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা ছাত্রদলের আহবায়ক হুমায়ুন রশিদ, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাঘাইছড়ি পৌর ছাত্রদলের আহবায়ক ইউনুস মানিক। কলেজ ছাত্রদলের সদস্য সচিব সরোয়ার গাজীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নুরুল ইসলাম জিন্নাত, পৌর ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা প্রমুখ। এসময় উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ৫ বছর আগে আজকের এই দিনে দেশের শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ কে নৃশংস ভাবে হত্যা করে ছাত্রলীগের সন্ত্রাসীরা ভবিষ্যতে যেন আর কোন আবরারের উপর হামলা না হয়, প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান যেন হয় সন্ত্রাস এবং মাদক মুক্ত থাকে সেজন্য প্রশাসনের সজাদ দৃষ্টি রাখার আহবান জানান, বক্তারা আরো বলেন শিক্ষা প্রতিষ্ঠান থাকবে সুশৃঙ্খল পরিবেশে তার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিটা প্রগতিশীল শিক্ষা ও ক্রীড়া বান্ধব সংগঠন এবং ছাত্রদের পাশে থাকার প্রতিশ্রুতি প্রদান করেন । SHARES রাজনীতি বিষয়: