শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলো বাঘাইছড়ি উপজেলার ইউপি নির্বাচন

প্রকাশিত: ৯:৪৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২২

//মোঃ মহিউদ্দিন, বাঘাইছড়ি//
শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে রাঙ্গামাটির বাঘাইছড়িতে সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। সোমবার বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হয়েছে। পরে শুরু হয় গননা, এতে আট ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান পদে ৬ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়, কারণ রুপকারী ইউনিয়নে স্বতন্ত্র জ্যাসমিন চাকমা (ধনেশ্বর) ও বাঘাইছড়ি ইউনিয়নে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থী অলিভ চাকমা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছে।

ভোট গননা শেষে ফলাফলে জানা যায় ৬টি ইউনিয়নের মধ্যে সারোয়াতলী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ঘোঁড়া প্রতীকে ভূপতি রঞ্জন চাকমা, আমতলী ইউনিয়নে নৌকার বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীকে মজিবুর রহমান, খেদারমারা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকে বিল্টু চাকমা, মারিশ্যা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকে আপন চাকমা, বঙ্গলতলী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ঘোঁড়া প্রতীকে জ্ঞান জ্যােতি চাকমা এবং সাজেক ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকে অতুলাল চাকমা নির্বাচিত হয়েছে।

উল্লেখ্য যে, ৮ ইউনিয়ন চেয়ারম্যান পদে নির্বাচিতদের মধ্যে আওয়ামীলীগ সমর্থিত ১ জন, আওয়ামী বিদ্রোহী প্রার্থী ১ জন, জে এস এস (সন্তু) সমর্থিত ৩ জন, জে এস এস (এম এন লারমা) সমর্থিত ১ জন ও ইউপিডিএফ প্রসিত সমর্থিত ২ জন নির্বাচিত হয়েছে।

এর আগে সকাল ৮টায় শুরু হয়ে বিকেল ৪ টা পর্যন্ত
উৎসবমুখর পরিবেশে চলে ভোটগ্রহণ। ঘন কুয়াশা ও তীব্র শীত উপেক্ষা করে ভোটাররা দলে দলে ভোটকেন্দ্রে উপস্থিত হয়। কেন্দ্রগুলোতে পুরুষের পাশাপাশি নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নির্বাচনে উল্লেখযোগ্য কোনো সহিংসতার খবর পাওয়া যায় নি।

প্রসঙ্গত, সপ্তম ধাপে বাঘাইছড়ি উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণ অনুষ্ঠিত হলো। এ ধাপে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ৫ জন ও স্বতন্ত্র ১৪ জন, চেয়ারম্যান পদে মোট ১৯ জন, সাধারণ সদস্য পদে ১৬২ জন ও সংরক্ষিত মহিলা আসনে ৬৫ জনসহ মোট ২৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে।এর মধ্যে ১৯ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।