//মোঃ মহিউদ্দিন, বাঘাইছড়ি//
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার কাচালং নদীতে শামুক খুঁজতে গিয়ে পানিতে ডুবে রূপসী চাকমা (২৭) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।
সোমবার (১৪ মার্চ) দুপুর ৩টার দিকে বাঘাইছড়ি পৌরসভার ৫নং ওয়ার্ডের পদ্যপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত তরুণী রূপসী চাকমার বাবা রাজা কুমার চাকমা বলেন, তার মেয়ে দুই সহপাঠীর সাথে কাচালং নদীর পাড়ে শামুক খুঁজে ফেরার পথে পা পিছলে নদীতে পরে তলিয়ে যায়। পরে সহপাঠীদের আত্মচিৎকারে স্থানীয় পাহাড়ি ও বাঙ্গালী যুবকরা এগিয়ে এসে জাল ও নৌকার সাহায্যে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে মৃত অবস্থায় তাকে উদ্ধার করে।
উদ্ধার কাজে অংশ নেয়া অমর জীবন চাকমা ও আজগর আলী অভিযোগ করেন, নদীতে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে নদীতে বড় বড় খাঁদের তৈরি হয়েছে। আর এমনি খাঁদে পরে রূপসী চাকমা তলিয়ে গেছে।
বাঘাইছড়ি থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) ইমাম বলেন, রূপসী চাকমার বাবার লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে মানবিক বিবেচনায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪