//মোঃমহিউদ্দিন, বাঘাইছড়ি//
সীমান্তবর্তী উপজেলার বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনের মনোনয়ন পত্র যাচাই বাছাই শেষে সতন্ত্র প্রার্থী মুক্তিযোদ্ধা মোঃ আজিজুর রহমানের প্রার্থীতা বাতিল ঘোষণা করেছে উপজেলা নির্বাচন কমিশন।
এই নির্বাচনে মেয়র পদে ০৩, সাধারণ কাউন্সিলর পদে ২৩ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ০৮ জনসহ মোট ৩৪ জন প্রার্থীর মনোনয়ন জমা দেয়, এর মধ্যে মেয়র প্রার্থী ছাড়া বাকী সকলের প্রার্থীতা বৈধ ঘোষণা করে খাগড়াছড়ি জেলা নির্বাচন অফিসার ও বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনের রির্টানিং কর্মকর্তা মোঃ সাইদুর রহমান।
বৃহস্পতিবার (১৯ মে ) মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে বাঘাইছড়ি উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে জানা যায় বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনে মেয়র পদে ০৩ জন প্রার্থী সাধারণ কাউন্সিলর পদে ২৩ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ০৮ জন প্রার্থীর মনোনয়ন জমা দেয় এদের মধ্যে মেয়র প্রার্থী মোঃ আজিজুর রহমান শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত তথ্য গোপন ও সতন্ত্র প্রার্থী হিসেবে ১শত জনের সমর্থন তালিকায় আপত্তি এনে তার প্রার্থীতা বাতিল করা হয়েছে, বাকী দুই মেয়র প্রার্থী সহ সকলকে বৈধ ঘোষণা করা হয়েছে।
উপজেলা রির্টানিং কর্মকর্তা মোঃ সাইদুর রহমান মেয়র প্রার্থী মোঃ আজিজুর রহমানের প্রার্থীতা বাতিলের বিষয়ে নিশ্চিত করে বলেন, তার হলফনামায় শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত তথ্য গোপন করে এবং সতন্ত্র প্রার্থী হিসেবে ১শত জনের সমর্থন তালিকায় গড়মিল রয়েছে, তাই তার প্রার্থীতা বাতিল করা হয়েছে, বাকী দুই মেয়র প্রার্থী মোঃ জমির হোসেন এবং রহমত উল্লাহ খাজা'র প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়েছে।
প্রার্থীতা বাতিল ঘোষণা হওয়ায় মেয়র প্রার্থী মোঃ আজিজুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন তিনি নির্বাচন করবেন না এবং প্রার্থীতা বাতিলের বিষয়ে কোন আপিল করবেন না।
আগামী ২৬ তারিখ প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে জানা যাবে শেষ পর্যন্ত কজন প্রার্থী নির্বাচনের লড়াইয়ে মাঠে থাকবেন।
এই পৌরসভায় মোট ভোটার ১১,১৭১ জন, এর মধ্যে পুরুষ ৫৮২০ ভোটার , নারী ভোটার ৫৩৫১ জন। সাধারণ ওয়ার্ড সংখ্যা ৯টি, সংরক্ষিত মহিলা ওয়ার্ড সংখ্যা ৩ টি।
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪