কাচালং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী বাঘাইছড়ি পৌরসভার মেয়র জমির হোসেন ও প্যানেল মেয়র ত্রিদব দাশ কে সংবর্ধনা প্রদান করলো তাদেরই বিদ্যালয় ম্যানেজিং কমিটি, অভিভাবক, শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা।
আজ বৃহস্পতিবার বেলা ১১ ঘটিকায় এক ঝমকালো অনুষ্ঠানে সংবর্ধিত হলেন বাঘাইছড়ি পৌরসভার মেয়র জমির হোসেন, প্যানেল মেয়র ও ০৫ নং ওয়ার্ড কাউন্সিলর ত্রিদিব দাশ, সংরক্ষিত মহিলা কাউন্সিলর জান্নাতুল ফেরদৌসকে।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার, সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জয়নাল আবেদীন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ আলী হোসেন, ০৮ নং ওয়ার্ড কাউন্সিলর রুবেল চাকমা, সংরক্ষিত কাউন্সিলর চঞ্চলা চাকমা সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ, শতাধীক অভিভাবকসহ ছাত্র-ছাত্রী বৃন্দ।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ইব্রাহীম নুর এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম।
সংবর্ধিত অতিথির বক্তব্যে মেয়র জমির হোসেন শৈশবের স্কুল জীবন নিয়ে স্মৃতিচারণ করেন এবং স্কুলের অবকাঠামো সহ যেকোন উন্নয়ন মূলক কার্যক্রমে সর্বাত্মক সহযোগীতা আশ্বাস দেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার অভিভাকদের উদ্দেশ্যে বলেন, ছেলে-মেয়েদের নিয়মিত স্কুলে পাঠাবেন এবং সর্বদা তদারকি করবেন কারন একজন মা পারে একজন আদর্শ সন্তান তৈরী করতে। একই সাথে নব নির্বাচিত মেয়র, প্যানেল মেয়র ও কাউন্সিলরদের শুভেচ্ছা জানান তিনি এবং স্কুলের সার্বিক উন্নয়নের ব্যপারে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।
অন্যান্য বক্তারা সকলেই এলাকার শান্তি শৃঙখলা বজায় রাখার ব্যপারে আলোচনা করেন এবং আয়োজনকে সাধুবাদ জানান এবং এমন আয়োজনের চর্চা অব্যাহত রাখার ব্যাপারে পরামর্শ প্রদান করেন।
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪