সংসদ সদস্য বাসন্তী চাকমার পক্ষে হৃদয়ে বাঘাইছড়ির শীতবস্ত্র বিতরণ প্রকাশিত: ৬:৩৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২৩ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মিজ বাসন্তী চাকমার পক্ষ হতে দুঃস্থ ও দরিদ্র মানুষের জন্য শীতবস্ত্র বিতরন কর্মসূচী সম্পন্ন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন হৃদয়ে বাঘাইছড়ি। গতকাল ৫ ফেব্রুয়ারি বাঘাইছড়ি উপজেলার বাঘাইছড়ি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিকাল ৪ ঘটিকায় দেড় শতাধীক পাহাড়ি-বাঙ্গালী দুঃস্থ ও দরিদ্রদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিরতণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন হৃদয়ে বাঘাইছড়ির উপদেষ্ঠা দিলীপ কুমার দাশ ও সিরাজুল ইসলাম। এছাড়াও বাঘাইছড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শান্তি বিকাশ চাকমা, ৯নং ওয়ার্ড কাউন্সিলর মিঠেল চাকমা, বাঘাইছড়ি স্পোর্টিং ক্লাবের সভাপতি মিন্টু চাকমা সহ স্থানীয় গণ্যামান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা এমপি বাসন্তী চাকমা মানবিক কাজের প্রশংসা করে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং হৃদয়ে বাঘাইছড়ির সামাজিক কাজের ভুয়সী প্রশংসা করেন, সাম্প্রদায়িকতার উর্ধে থেকে মানুষের কল্যাণে কাজ করার পরামর্শ প্রদান করেন। হৃদয়ে বাঘাইছড়ির প্রতিষ্ঠাতা প্রকৌশলী মাহমুদুল হাসান বলেন, এমপি বাসন্তী চাকমার প্রদানকৃত ১০০ টি কম্বল সহ হৃদয়ে বাঘাইছড়ির অর্থায়নে ৫০ টি শীতবস্ত্র সহ মোট ১৫০ জনকে শীতবস্ত্র প্রদান করা হয়েছে। তিনি আরো বলেন বিগত প্রতি বছর বিভিন্ন দাতাদের দান কৃত শীতবস্ত্র বা অর্থায়নে এই কার্যক্রম পরিচালিত হয়েছে ভবিষ্যতেও শীতবস্ত্র বিতরণ কর্মসূচি চলমান থাকবে। কার্যক্রমটি বাস্তববায়নের জন্য স্বেচ্ছাসেবীদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি পিয়াল দত্ত, সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক লিটন চাকমা, প্রচার সম্পাদক অর্কিড চাকমা, বাঘাইছড়ি ইউনিট সাংগঠনিক সম্পাদক মোঃ মজিবর রহমান, দপ্তর সম্পাদক রায়হানুল ইসলাম, শিক্ষা বিষয়ক সসম্পাদক মেহেদী হাসান, ব্লাড ও চিকিৎসা বিষয়ক সম্পাদক মোঃ রবিউল সহ অনেকেই। SHARES সংগঠন বিষয়: