নিজস্ব প্রতিনিধি||
রাঙ্গামাটির বাঘাইছড়ি থানার নবাগত অফিসার ইনচার্জ ইশতিয়াক আহমেদ এর আমন্ত্রণে স্থানীয় সংবাদ কর্মীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত।
শুক্রবার (২৮ জুলাই) সকাল ১০ টায় বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জের কার্যালয়ে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাঘাইছড়ি প্রেসক্লাবের সভাপতি দিলীপ কুমার দাশ, বাঘাইছড়ি প্রেসক্লাবের সদস্য সহ স্থানীয় সাংবাদ কর্মীগণ।
এসময় বাঘাইছড়ি উপজেলার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়, ওসি ইশতিয়াক আহমেদ বলেন অপরাধ দমনে পুলিশের সাথে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। তিনি সার্বিক বিষয়ে সাংবাদিকদের কাছ থেকে সঠিক তথ্য ও সহযোগীতা কামনা করেন।
প্রেসক্লাব সভাপতি দিলীপ কুমার দাশ ওসির প্রতি ধন্যবাদ জানান প্রাণবন্ত মতবিনিময় সভার আয়োজনের জন্য, অপরাধ দমনে সাংবাদিকরা থানা পুলিশকে সর্বাত্মক সহযোগীতা করার প্রতিশ্রুতি ব্যাক্ত করেন।
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪