বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম লুংথিয়াম পাড়ায় ডাইরিয়ার আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা প্রদান করার জন্য ৬ ইবি বাঘাইহাট জোন সদর হতে মেডিকেল টিম পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার সকালে বাঘাইহাট জোনের মেজর রিয়াদ এর নেতৃত্বে মেডিকেল অফিসার ক্যাপ্টেন মুহাইমেন উর-রশিদ (আরএমও) সহ ৩দিনের জন্য ২০জনের একটি মেডিকেল টিম প্রয়োজনীয় ওষুধ, চিকিৎসা সামগ্রী ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট নিয়ে চিকিৎসা সেবা প্রদান করা জন্য ৬ইবি বাঘাইহাট জোন সদর হতে (বর্গ-২৯৭০) সাজেকের দুর্গম লুংথিয়াম পাড়ায় গমন করে।
বৈরী আবহাওয়ার কারনে হেলিকাপ্টারে গমন সম্ভব না হওয়ায় মেডিকেল টীম সাজেক আর্মি ক্যাম্প হতে পায়ে হেঁটে লুংথিয়াম পাড়ার উদ্দেশ্যে গমন করে।
বাঘাইহাট জোন হতে ৩ (তিন) টি মেডিকেল টীম চিকিৎসা সেবা প্রদানের জন্য গমণ করার কথা রয়েছে।
উল্লেখ্য যে গতকাল ডায়রিয়ায় আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয় এবং পুরো এলাকায় ডায়রিয়ায় প্রাদুর্ভাব ছড়িয়ে পরে।
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪