সাজেকের মাচালং এলাকায় তথ্য আপার উঠান বৈঠক সম্পন্ন

প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, জুন ২০, ২০২৩

||সাজেক প্রতিনিধি||
“শেখ হাসিনার সহায়তায় তথ্য আপা পথ দেখায়” এই প্রতিপাদ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন জাতীয় মহিলা সংস্থা কর্তৃক বাস্তবায়বাধীন তথ্যআপা: ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন, গ্রামীণ সুবিধাবঞ্চিত নারীর দৈনন্দিন সমস্যা সমাধানে কাজ করছে বাঘাইছড়ি উপজেলা তথ্যকেন্দ্রের তথ্য আপা।

সোমবার (১৯ জুন) বিকাল ৪ ঘটিকায় সাজেক ইউনিয়নের মাচালং বাজার এলাকায় মাচালং উচ্চ বিদ্যালয় হল রুমে মে মাসের ১ম ও ২য় উঠান বৈঠক সম্পন্ন হয়, ১০০ জন্য গ্রামীণ সুবধাবঞ্চিত মহিলাদের অংশগ্রহণে উঠান বৈঠকে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার এবং সহকারী কমিশনার (ভূমি) মাহফুজুর রহমান।

উপজেলা তথ্য আপা মুন্নি দত্তের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাজেক ইউপি চেয়ারম্যান অতুলাল চাকমা, ইউপি মেম্বার সহ স্থানীয় গণ্যামান্য ব্যক্তিগণ।

উঠান বৈঠকের বিষয়বস্তুর মধ্যে স্বাস্থ্য সচেতনতা ডায়রিয়া, মাতৃত্বসম্ভবা মায়েদের করণীয়,জন্মনিবন করণ ও তথ্য আপাদের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা।