প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৫, ১১:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৯, ২০২৩, ১২:০২ পূর্বাহ্ণ
সাজেকে আশ্রয়নের ঘর পরিদর্শন করলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার
|| সাজেক প্রতিনিধি ||
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের ত্রিপুরাপাড়া গ্রামে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ন প্রকল্পের আওতায় গৃহহীনদের মধ্যে প্রদত্ত ঘর পরিদর্শন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ আমিনুর রহমান, এনডিসি।
সাজেকে ব্যাক্তিগত সফর শেষে শনিবার (৮এপ্রিল) সকালে সাজেক থেকে ফেরার পথে ঘর পরিদর্শন করেন এবং উপকারভোগীদের সাথে কথা বলেন। এসময় আরো উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান, খাগড়াছড়ি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মুনতাসির জাহান, বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার, সহকারী কমিশনার ভূমি মাহফুজুর রহমান, সাজেক ইউপি চেয়ারম্যান অতুলাল চাকমা সহ স্থানীয় গণ্যামান্য ব্যাক্তিবর্গ।
বিভাগীয় কমিশনার উপকারভোগীদের বলেন ঘর সুন্দরভাবে সংরক্ষণ করতে এবং ঘরের আশেপাশে শাকসবজি ফলমূলাদি চাষ করার জন্য পরামর্শ দেন এবং যেকোন প্রয়োজনে উপজেলা প্রশাসনের স্মরণাপন্ন হওয়ার জন্য বলেন।
তিনি একসাথে বিভিন্ন নির্মাধীন ঘরও পরিদর্শন করেন এবং কাজের গুণগতমান ঠিক রাখার জন্য মাঠ প্রশাসনকে নির্দেশনা প্রদান করেন।
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪
দৈনিক বাঘাইছড়ি © ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত |