সাজেকে ইউপিডিএফ এর বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রকাশিত: ৬:২৩ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২২

রাঙ্গামাটির বাঘাইছড়ি সাজেকে সেনাবাহিনী কর্তৃক ইউপিডিএফ সংগঠক সুসময় চাকমা ও প্রদীপ ময় চাকমাকে অন্যায়ভাবে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সাজেক ইউনিট।

রবিবার (৬ মার্চ ) দুপুর ১২টার সময় এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে ইউপিডিএফের সাজেক ইউনিটের সংগঠক আর্জেন্ট চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের সাজেক থানা শাখার সাধারন সম্পাদক ইংগেছ চাকমা ও পার্টির সদস্য সোহেল চাকমা। এতে সঞ্চালনা করেন কমন চাকমা।

সমাবেশে বক্তারা ইউপিডিএফ’র দুই সংগঠককে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা অভিযোগ করে বলেন, সরকার পরিকল্পিতভাবে জুম্ম জনগণের ন্যায়সঙ্গত আন্দোলন দমন করতে ইউপিডিএফ ও জনগণের উপর নিপীড়ন-নির্যাতন চালাচ্ছে। প্রতিনিয়ত ইউপিডিএফের নেতা-কর্মি, সমর্থক ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার, নির্যাতন, মিথ্যা মামলায় জেলে প্রেরণসহ নানা নিপীড়ন-হয়রানি করা হচ্ছে। ইউপিডিএফ’র দুই সংগঠক সুসময় চাকমা (৫০) ও প্রদীপ ময় চাকমা (৪৫)-কে আটক করেছে। শুধু তাই নয়, সেনা সদস্যরা গত ৫ মার্চ সাজেক ৮নং পাড়া থেকে সাবেক ইউপিডিএফ সদস্য মানস চাকমাকেও আটক করে ৬ মার্চ রাঙ্গামাটি কারাগারে পাঠানো হয়।

সাজেক ইউনিটের Updf সংগঠক আর্জেন্ট চাকমা বলেন, ইউপিডিএফ ২৩ টি বছর ধরে নিরীড়ন নির্যাতন সহ্য করে এখনো এক পাও পিছপা হয়নি হবেও না। অবিলম্বে গ্রেফতারকৃত ইউপিডিএফ নেতা প্রদীপ ময় চাকমাকে নিঃশর্ত মুক্তি দাবি জানিয়ে সমাবেশ শেষে একটি র‌্যালী বের করা হয়।

একই দাবিতে বাঘাইছড়িতে সমাবেশ করেছে বাঘাইছড়ি এলাকাবাসি। সবিনয় চাকমার সঞ্চালনায় মকুল চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন সোহাগ চাকমা, এসময় বক্তরা বলেন গতকাল ৬ মার্চ ২০২২ ইং তারিখে সাজেক ৮নং পাড়ার চায়ের দোকান থেকে সাবেক ইউপিডিএফ সদস্য মানস চাকমা নামে এক বক্তিকে আটক করে শারিরীক নির্যাতনের পর মিথ্যা মামলা দিয়ে ৬ মার্চ বাঘাইছড়ি থানায় হস্তান্তর করেছে। তারা অভিলম্বে মানস চাকমার নিঃশর্ত মুক্তির দাবি জানান।

#প্রেস রিলিজ