সাজেকে খ্রিস্টান ধর্মালম্বীদের বড় দিনে সেনাবাহিনীর উপহার

প্রকাশিত: ১০:২৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২৩

পিয়াল দত্ত ||

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে খ্রিস্টান ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘বড়দিন’ আনন্দ মুখর পরিবেশে ও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

সোমবার (২৫ ডিসেম্বর) বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের কংলাক পাড়া, হামারী পাড়া ও রুইলুই পাড়ার গীর্জাগুলোতে সমবেত প্রার্থনা ও কেক কাটার মধ্যে দিয়ে খ্রিস্টান ধর্মাবলম্বীরা দিবসটি পালন করেন।

দিবসটি পালন উপলক্ষে প্রয়োজনীয় নিরাপত্তা জোড়দারসহ ৬ ইষ্ট বেঙ্গল বাঘাইহাট জোনের পক্ষ হতে গীর্জায় গুলোতে মিষ্টিন্ন উপহার প্রদান করেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার ইবনে বায়াৎ ফজলে এলাহি ও সাজেক ক্যাম্প কমান্ডার জেসিও।

এ সময় কংলাক ব্যাপ্টিষ্ট চার্চের সভাপতি লাল তুলা পাংখোয়া, হামারী পাড়া ব্যাপ্টিষ্ট চার্চের সভাপতি হবেন্দ্র ত্রিপুরা ও সম্পাদক অণিত্য ত্রিপুরা এবং রুইলুই ব্যাপ্টিষ্ট চার্চ অব বাংলাদেশ এর সভাপতি মাখুয়া ত্রিপুরা ও সম্পাদক লালরিনফেলা লুসাইসহ অসংখ্য খ্রিস্টান সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন।