সাজেকে ট্রাক মোটরসাইকেল সংঘর্ষ নিহত ১ প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২২ //মোঃমহিউদ্দিন, বাঘাইছড়ি// রাঙ্গামাটির বাঘাইছড়িতে সাজেক-মাচালং সড়কের আট মাইল এলাকায় ট্রাক চাপায় ধনমনি চাকমা(৩০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। শুক্রবার ৪ মার্চ সকাল ৯ ঘটিকায় দিকে সড়কের কাজে নিয়োজিত ট্রাক-চট্রমেট্রো -(ট ১১৯৮১১) সাজেক থেকে ফেরার পথে মোটরসাইকেল প্লাটিনা খাগড়াছড়ি (হ-১১৩৫৩৬) এর মূখমুখি সংঘর্ষ হয়, এতে ঘটনা স্থলে মোটরসাইকেল চালক ধন মুনি চাকমা নিহত হয়। নিহত ধনমুনি চাকমা সাজের ৬ নং ওয়ার্ডের ব্রীজ পাড়া এলাকার শান্তি রঞ্জন চাকমার ছেলে বলে জানা যায়। সাজেক থানার ওসি নুরুল আলম দূর্গটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দূর্ঘটনার পর ট্রাক চালক পালিয়ে যায় পরে পুলিশ ও সেনাবাহিনী ট্রাকটি আটক করে। স্থানীয়রা জানান গত কিছু দিন যাবৎ হঠাৎ সাজেক সড়কে দূর্ঘটনা বৃদ্ধি পেয়েছে গত এক সাপ্তাহে ছোট বড় ৪ টি দূর্গটনা ঘটে এতে প্রায় ২০ জন পর্যটক আহত হয়। আর এর জন্য পর্যটক বাহী যানবাহনের বেপরোয়া গতিকেই দায়ী করা হয়। সেনাবাহিনীর পক্ষ থেকে সড়কের বিভিন্ন মোড়ে দূর্গটনা রুধে দিকনির্দেশক সাইনবোর্ড টাঙানো হলেও তা কোন কাজে আসছেনা বলে অভিযোগ করেন এলাবাসী। তাই সাজেক সড়কে আইন শৃঙ্খলা বাহিনীর নজরধারী বড়ানোর উপর জোর দেয়া জরুরী বলে মনে করেন সাজেক ইউনিয়নের চেয়ারম্যান নেলশন চাকম নয়ন। SHARES বাঘাইছড়ি উপজেলা বিষয়: