বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বাঘাইহাট এলাকায় বন্যাদুর্গত শতাধিক পাহাড়ি ও বাঙ্গালী পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও ঔষধ বিতরণ করেছে ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়ন।
মঙ্গলবার (২১ জুন) দুপুর ২টায় বাঘাইহাট বাজার ও বাঘাইহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব খাদ্য সামগ্রী ও ঔষধ বিতরণ করেন ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ মিজানুর রহমান, (পিএসসি)।
এ সময় ৫৪ বিজিবির মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোহাম্মদ আশরাফুল আলম, নায়েব সুবেদার মোহাম্মদ এনামুল হক, সাজেক ইউনিয়নের ৪নং ওয়াডের মেম্বার দয়াধন চাকমা, মহিলা মেম্বার সুমিতা চাকমা, বাঘাইহাট বাজার কমিটির সভাপতি নাজিম উদ্দীন, সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ জুয়েল উপস্থিত ছিলেন।
ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ মিজানুর রহমান বলেন, বিজিবি’র জনকল্যাণমুখী কাজের নিয়মিত অংশ হিসেবে বন্যাদুর্গত পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী ও ঔষধ বিতরণ করা হয়। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।
গত চারদিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উপজেলা সদর ও বাঘাইহাট এলাকায় বেশ কিছু নিচু এলাকা প্লাবিত হয়। বৃষ্টিপাত থেমে যাওয়ায় এরইমধ্যে বন্যার পানি কমতে শুরু করেছে।
বিজিবি’র খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে- চাল, ডাল, তেল, শুকনো খাবার, পানি বিশুদ্ধকরণ টেবলেট, খাবার স্যালাইন এবং প্রয়োজনী ঔষধ।
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪