সাজেকে বন্যার্তদের মাঝে বাঘাইহাট জোনের খাবার বিতরণ

প্রকাশিত: ৭:৩৬ অপরাহ্ণ, মে ২৯, ২০২৪
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বাঘাইহাট এলাকার বন্যার্ত পরিবারের মাঝে খাবার বিতরণ
করে সেনাবাহিনীর ৬ ইষ্ট বেঙ্গল বাঘাইহাট জোন।
বুধবার (২৯মে) সকালে বাঘাইহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাঘাইহাট এলাকার  হতদরিদ্র দুঃস্থ -শতাধিক পানিবন্দী পরিবারের মাঝে রান্না করা খাবার সামগ্রী বিতরণ করেছেন বাঘাইহাট জোনের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ খায়রুল আমিন ,পিএসসি
এসময় আরও উপস্থিত ছিলেন বাঘাইহাট,  ভারপাপ্ত উপ-অধিনায়ক ক্যাপ্টেন তানভীর আহমেদ খান, বাঘাইহাট বাজার সভাপতি জনাব নাজিম উদ্দীন চৌধুরী, মোঃ আনোয়ার হোসেন, বাঘাইহাট বাজার ব্যবসায়ী মোঃ বাবুল হোসেন, কাট মালিক সমিতির সহ-সভাপতি  মোঃ ইসমাইল (পিসি), সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সব সময় দেশের এবং মানুষের কল্যানের জন্য কাজ করে থাকে। আমাদের সকলকে মনে রাখতে হবে, সবার উপরে দেশ আমাদের সকলকে দেশের কল্যানের জন্য কাজ করতে হবে, এলাকার সকলের সুস্থভাবে বসবাস, নিরাপত্তা এবং বিভিন্ন দুর্যোগের সময় মানুষের পাশে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এবং উন্নয়ন মূলক  অবকাঠামোর লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী তথা বাঘাইহাট জোনের পক্ষ থেকে ভবিষ্যতে এ ধরণের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানায়।