||সাজেক প্রতিনিধি||
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের ৪ নং ওয়ার্ড এর শুকনা ছড়া এলাকায় বসত বাড়ি আগুনে পুড়ে ছাই।
বৃহস্পতিবার (৬এপ্রিল) বিকাল সাড়ে ৫ ঘটিকায় শুকনা ছড়া এলাকার সুমেশ চাকমার বসতি ঘর আগুনে পুরে গেছে, রান্নার চুলার গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। বসতি ঘরের পাশে থাকা ঝাড়ুফুলের গুদামেও আগুন লাগে।
আগুনের খবর পেয়ে এলাকার স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা।
আনুমানিক ৫ লক্ষ টাকাত ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪