রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার একমাত্র পর্যটন কেন্দ্র সাজেকে রিসোর্টের পাশে পাহাড়ে ভয়াবহ আগুনের সূত্র পাত হয়েছে।
মঙ্গলবার সন্ধার পরপরই এই আগুনের ঘটনা ঘটে, আগুনের লেলিহান সিখায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাজেকে রিসোর্টে অবস্থান করা হাজারো পর্যটকদের মাঝে। এসময় পানি ছিটিয়ে আগুন নেভাতে হিমশিম খেতে হয়েছে বহু রিসোর্ট কটেজ মালিককে। তবে সাজেক রিসোর্ট ও কটেজ মালিক সমিতির সহসভাপতি চাইথোয়াই অং চৌধুরী (জয়) দাবী করেন তারা ইচ্ছে করেই এই আগুন লাগিয়েছে।
পর্যটন এড়িয়াতে এ ধরনের অগ্নি কান্ড ভালো ভাবে নেয়নি প্রশাসন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার বলেন আগুনের বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা হয়েছে এর প্রকৃত কারণ উদঘাটন করতে বলা হয়েছে। সাজেকে নিরাপত্তা বাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনার পাশাপাশি শতাধিক রিসোর্ট ও কটেজ রয়েছে।
আগুনের ফলে সাজেকে আগত অনেক পর্যটকের মনে বিরুপ পতিক্রিয়া তৈরি হয়েছে তারা বলেন সাজেকে আমরা প্রকৃতি দেখতে আসি এখানে ইচ্ছেকৃত ভাবে যে ভাবে আগুন লাগিয়ে পরিবেশ ও জীববৈচিত্র্য ধ্বংস করা হয় তাদের আইনের আওতায় আনা প্রয়োজন। নিজের স্বাথে এভাবে পরিবেশ বন উজার করা কোন ভাবেই মেনে নেয়া যায় না।
উল্লেখ যে এর আগে সাজেকে একই ধরনের আগুনের ফলে বহু রিসোর্ট ও কটেজ পুড়ে ছাই হয়েছে অর্থনৈতিক ক্ষতি হয়েছে। রিসোর্ট ও কটেজ মালিক সমিতির লোকজন প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কেও মুখ খুলতে সাহস করে না।
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪