সাজেকে শতাধীক পরিবারে ৫৪ বিজিবির ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ প্রকাশিত: ১০:৩৬ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০২৪ ||মুহাম্মদ ইব্রাহীম|| রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় খাগড়াছড়ি সেক্টর অধিনস্থ বাঘাইহাট ব্যাটালিয়ন ( ৫৪ বিজিবি)র উদ্যোগে সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচির আওতায় ১০০ পাহাড়ি-বাঙ্গালী দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে ইফতার এবং খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সোমবার (২৬ মার্চ) বিকালে পবিত্র মাহে রমজান উপলক্ষে বাঘাইহাট ব্যাটালিয়ন ( ৫৪ বিজিবি) এর সার্বিক তত্ত্বাবধানে বাঘাইহাট, হাজাছড়া এবং কবাখালী এলাকাস্থ গরীব দুঃস্থ ও অসহায় পাহাড়ী-বাঙালি ১০০টি পরিবারের মাঝে ইফতার ও রাতের খাবার এবং ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। লেঃ কর্নেল মোহাম্মদ আসাদুজ্জামান, পিএসসি, জি, অধিনায়ক, বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) উপস্থিত থেকে উক্ত ইফতার ও রাতের খাবার এবং ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।এ সময় সাজেক ইউনিয়ন পরিষদের ৩ ও ৪ নং ওয়ার্ড মেম্বার এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বাঘাইহাট ব্যাটালিয়ন ৫৪ বিজিবির জোন কমান্ডার লেঃ কর্ণেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, গরীব ও দুস্থ উপজাতি ও বাঙ্গালী জনসাধারণের জীবন যাত্রার মান উন্নয়নে এ ধরনের কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রমের ধারা অব্যাহত থাকবে। উক্ত ইফতার রাতের খাবার ও ঈদ সামগ্রী পেয়ে উপকারভোগীরা বিজিবির প্রতি কৃতজ্ঞতা জানান। SHARES সাজেক ইউনিয়ন বিষয়: