সাজেকে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ, মে ২০, ২০২৪
রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি  উপজেলার ৩৬নং সাজেক ইউনিয়নের সাজেক অদ্বীতি পাবলিক স্কুলে শিক্ষার্থীদের মাঝে বার্ষিক ক্রীড়া পুরুস্কার বিতরণ।
সোমবার  (২০ মে )  সকাল ১০টায়  সাজেক অদ্বিতী পাবলিক স্কুলে অনুষ্ঠিত হয়ে যাওয়া বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ২০২৪  এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সাজেক অদ্বিতী পাবলিক স্কুলের সভাপতি ৬ ইষ্ট বেঙ্গল বাঘাইহাট জোনের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক ক্যাপ্টেন তানভীর আহমেদ খান  এর সভাপতিত্বে বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণকারী বিজয়ী  শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাঘাইহাট জোনের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ খায়রুল আমিন, পিএসসি
এছাড়াও পুরুস্কার বিতরণীয় অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন মোঃ শাহাদাৎ হোসেন, সাজেক অদ্বিতী পাবলিক স্কুল প্রধান শিক্ষক, ৩৬নং সাজেক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নেলসন চাকমা (নয়ন), স্কুল পরিচালনা কমিটির সদস্য ও ৪নং ওয়ার্ড মেম্বার দয়াধন চাকমা (কালা কচু)। ৪,৫,ও ৬নং সংরক্ষিত ওয়ার্ডের মেম্বার সুমিতা রানী চাকমা,  স্কুল পরিচালনা কমিটির সদস্য ও বাঘাইহাট বাজার সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী, বাঘাইহাট কাঠ ব্যবসায়ী  সমিতির সভাপতি আনোয়ার হোসেন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ  স্কুলের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকগন এবং ছাত্রছাত্রী প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন ভবিষ্যতে শিক্ষার পাশাপাশি ক্রিড়া অনুষ্ঠান আরো সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার লক্ষ্যে সকল ধরনের সহযোগিতা ও পাশে থাকার আশ্বাস ব্যক্ত করেন, সভা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।