রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাজেক থানা শাখার উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
রাঙ্গামাটি জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ শাওয়াল উদ্দিন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হওয়ায় সংবর্ধনা প্রদান অনুষ্ঠান করে সাজেক থানা স্বেচ্ছাসেবক লীগ।
মঙ্গলবার (১১ এপ্রিল) সকাল সাজেক থানা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ, সংবর্ধনা প্রদান ও ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জনাব মোঃ শাওয়াল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে রাঙ্গামাটি জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি তাপস দাশ, সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান, সাজেক থানা আওয়ামীলীগের সহ সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক সুজিত দে, বাঘাইছড়ি উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরে আলম খোকন উপস্থিত ছিলেন।
সাজেক থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ তোফায়েল আহমেদ এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন থানা সভাপতি মোঃ আহসান উল্লাহ।
আয়োজিত অনুষ্ঠানে সংবর্ধিত ও প্রধান অতিথি শাওয়াল উদ্দিনকে সম্মাননা স্মারক প্রদান করে থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। এসময় প্রধান অতিথি সাজেক থানা লীগের সদস্য সংগ্রহ কর্মসূচীর শুভ উদ্বোধন করেন।
আলোচনা সভা ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠান শেষে সাজেক ইউনিয়নের ৬০ জন দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী হিসেবে প্রতি প্যাকেটে চিনি, সেমাই, নারকেল, দুধ, কিসমিস ও বাদাম প্রদান করা হয়।
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪