সাজেকে ৫৪ বিজিবির খাদ্য সামগ্রী ও ঔষদ বিতরণ

প্রকাশিত: ১২:২৯ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২২

জাতীয় শোক দিবস উপলক্ষে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বাঘাইহাট এলাকায় অর্ধ শতাধিক পাহাড়ি ও বাঙ্গালী অসহায় দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও বিনামূল্য চিকিৎসা এবং ঔষধ বিতরণ করেছে ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়ন ১৫ই আগষ্ট সকাল নয় ঘটিকায় বাঘাইহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব ত্রান সামগ্রী ও ঔষধ বিতরণ করেন ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়েনের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ মিজানুর রহমান, পিএসসি ।

এসময় ৫৪ বিজিবির মেডিকেল অফিসার কেপ্টেন মোহাম্মদ আশরাফুল আলম, এএমসি এর নেতৃত্বে মেডিকেল টিম পরিচালিত হয় , এ সময় আরো উপস্থিত ছিলেন সাজেক ইউনিয়নের চেয়ারম্যান অতুলাল চাকমা ৪ নং ওয়াডের মেম্বার দয়াধন চাকমা, বাঘাইহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিতাব আলী, বাঘাইহাট বাজার কমিটির সভাপতি নাজিম উদ্দীন, সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ জুয়েল বিজিবির সদস্য ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

জোন কমান্ডার লেঃ কর্ণেল মোহাম্মদ মিজানুর রহমান বলেন, জাতীয় শোক দিবস উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী ও ঔষধ বিতরণ করা হয় বিজিবির এটি একটি চলমান পক্রিয়া ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।