সাজেক ইউনিয়ন জাসাস এর পূর্ণাঙ্গ কমিটি গঠন

প্রকাশিত: ৭:১৮ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২৪

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) সাজেক ইউনিয়ন শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

রবিবার (২৭ অক্টোবর) পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয় বাঘাইছড়ি উপজেলা জাসাস শাখার সভাপতি সিদ্দিক আলী ও সাধারণ সম্পাদক মোঃ সোলাইমান।

সাজেক ইউনিয়ন শাখার পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি মোঃ মমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক রাসেল হোসেন, সাংগঠনিক সম্পাদক হাবীবুর রহমান সহ ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

বাঘাইছড়ি উপজেলা জাসাস এর সাধারণ সম্পাদক মোঃ সোলাইমান বলেন আমরা উপজেলার দায়িত্ব নেয়ার পর থেকে ইউনিয়ন কমিটি গঠনের লক্ষে নিয়মিত নেতাকর্মীদের সাথে আলাপ আলোচনা করে আসছি ইতিমধ্যে খেদারমারা ইউনিয়ন আংশিক কমিটি গঠন করা হয়েছে এবং আজ সাজেক ইউনিয়ন কমিটি গঠন হলো, আমরা আশা রাখি খুব শিগ্রই ওয়ার্ড পর্যায়ে কমিটি গুলো দেখা হবে।