বাঘাইছড়ি উপজেলার উত্তরাংশ জুড়ে সাজেক ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ২৫ কিলোমিটার। এ ইউনিয়নের দক্ষিণে মারিশ্যা ইউনিয়ন, পশ্চিমে রূপকারী ইউনিয়ন, বঙ্গলতলী ইউনিয়ন, খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়ন, দীঘিনালা ইউনিয়ন ও বাবুছড়া ইউনিয়ন, উত্তরে ভারতের ত্রিপুরা প্রদেশ এবং পূর্বে ভারতের মিজোরাম প্রদেশ অবস্থিত।
সাজেক ইউনিয়নের আয়তন ৪,৩৭,৭৬০ একর (১৭৭১.৫৫ বর্গ কিলোমিটার)। এটি আয়তনের দিক থেকে চট্টগ্রাম বিভাগের সবচেয়ে বড় ইউনিয়ন।
২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী সাজেক ইউনিয়নের লোকসংখ্যা ২৩,২০৫ জন। এর মধ্যে পুরুষ ১২,৭৪৩ জন এবং মহিলা ১০,৪৬২ জন।
সাজেক ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক দীঘিনালা-সাজেক সড়ক এবং বাঘাইছড়ি-সাজেক সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম জীপগাড়ি ও মোটর সাইকেল।
[caption id="attachment_1460" align="alignnone" width="300"] সাজেক ইউনিয়ন পরিষদ ভবন[/caption]
সাজেক ইউনিয়ন বাঘাইছড়ি উপজেলার আওতাধীন ৩৬নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম সাজেক থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৯৯নং নির্বাচনী এলাকা পার্বত্য রাঙ্গামাটি এর অংশ।
[caption id="attachment_1462" align="alignnone" width="300"] সাজেক ইউনিয়ন শহীদ মিনার[/caption]
সাজেক ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান: নেলশন চাকমা নয়ন।
[caption id="attachment_1461" align="alignnone" width="263"] চেয়ারম্যান -নেলশন চাকমা[/caption]
সাজেক ইউনিয়নের সাক্ষরতার হার ২৩.২৫%। এ উপজেলায় ১টি মাধ্যমিক বিদ্যালয়, ২টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও ৩৬টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
মাধ্যমিক বিদ্যালয়
বাঘাইহাট উচ্চ বিদ্যালয়
নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
১। মাচালং নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
২।রুইলুই নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
প্রাথমিক বিদ্যালয়
১। আলমডিপু রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
২। উজানছড়ি রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
৩। উলুছড়া রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
৪। একুজ্যাছড়ি মুখ রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়।
৫। কজইছড়ি রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়।
৬। কজইতুলী রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়।
৭। কবল্যাছড়ি রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়।
৮। কংলাক সরকারি প্রাথমিক বিদ্যালয়।
৯। কলাবুনিয়া রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়।
১০। গঙ্গারাম মুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়।
১১। চামেলীছড়া রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়।
১২। চিল্যাতুলী রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়।
১৩। ছয়নালছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
১৪। ডাব আদাম রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়।
১৫। তুইচুই সরকারি প্রাথমিক বিদ্যালয়।
১৬। থালকুম্ভা রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়।
১৭। দক্ষিণ মেলাছড়া রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়।
১৮। দাড়িপাড়া রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়।
১৯। নন্দরাম রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়।
২০। নিউ লংকর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
২১। পূর্ব ভূয়াছড়ি রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়।
২২। বড় কংলাক রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়।
২৩।বাঘাইহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়।
২৪।বেটলিং সরকারি প্রাথমিক বিদ্যালয়।
২৫। বেতবুনিয়া রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়।
২৬। ভাইবোনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
২৬। মাচালং মিলন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
২৮। রুইলুই সরকারি প্রাথমিক বিদ্যালয়।
২৯। রেতকাবা রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়।
৩০। লক্ষ্মীছড়ি রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়।
৩১। লক্ষ্মীধন কার্বারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
৩২। লংকর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
৩৩। লংতিয়ান পাড়া রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়।
৩৪। শিজক মন্দিরাছড়া রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়।
৩৫। শিয়ালদাইলুই সরকারি প্রাথমিক বিদ্যালয়।
৩৬। হামাচাং ফুরোংনি রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়।
সাজেক ইউনিয়নের প্রধান ২টি হাট-বাজার হল মাচালং বাজার এবং বাঘাইহাট বাজার।
সাজেক ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে কাচালং নদী এবং মাচালং নদী।
[caption id="attachment_1463" align="alignnone" width="264"] কাচালং ও মাচালং নদী[/caption]
বাংলাদেশের বর্তমানে দর্শনীয় স্থানের মধ্যে অন্যতম সাজেক ভ্যালি, কংলাক পাহাড় এহং হাজাছড়া ঝর্ণা। এই তিনটি দর্শনীয় স্থানই সাজেক ইউনিয়নে অবস্থিত।
[caption id="attachment_1464" align="alignnone" width="300"] সাজেক ভ্যালী[/caption]
[caption id="attachment_1465" align="alignnone" width="300"] কংলাক পাহাড়[/caption]
[caption id="attachment_1466" align="alignnone" width="225"] হাজাছড়া ঝর্ণা[/caption]
পরবর্তীতে দর্শনীয় স্থান নিয়ে আলোচনা করা হবে।
তথ্য- ইউকিপিডিয়া।
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪