//সাজেক থানা প্রতিনিধি//
আজ (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ ঘটিকায় বাংলাদেশ আওয়ামীলীগ সাজেক থানা শাখার উদ্যোগে সাজেক থানা আওয়ামীলীগ কার্যালয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে কেক কাটা দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সদস্য মোঃ আনোয়ার হোসেন।
থানা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জুয়েল এর সঞ্চালনায় সভার সভাপতিত্ব করেন থানা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ রহমান উল্লাহ।
এসময় আরো উপস্থিত ছিলেন থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আলী, থানা শ্রমীক লীগের সভাপতি মোঃ বেলাল হোসেন, থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহিম চৌধুরী সহ থানা আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ।
আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে দোয়া করা ও কেক কাটা হয়।
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪