বাঘাইছড়ি উপজেলাধীন সাজেক থানা আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও যুবলীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
আজ সোমবার সকাল ১০ ঘটিকায় সাজেক থানা আওয়ামীলীগ কার্যালয় প্রাঙ্গণে আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আবু বক্কর সিদ্দিকের সঞ্চালনায় ও সভাপতি বাবুল দে এর সভাপতিত্বে সম্মেলন অনুষ্ঠানে উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি শাহরিয়ার হোসেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ আলী হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি দিলীপ কুমার দাশ, সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন মামুন ও যুগ্ম সাধারন সম্পাদক রতন দাশ, সদস্য আনোয়ার হোসেন সহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন নেতৃবৃন্দ, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক জগৎ দাশ।
উপজেলা যুবলীগের সভাপতি শাহরিয়ার হোসেন ও সাধারণ সম্পাদক জগৎ দাশের নেতৃত্বে পরিচালিত সম্মেলনে সাজেক থানা আওয়ামী যুবলীগের সভাপতি হিসেবে মোঃ আবু বক্কর সিদ্দিক, সহ সভাপতি মোঃ শওকত হোসেন, সাধারণ সম্পাদক মোঃ ঈমাম হোসেন এবং সাংগঠনিক সম্পাদক মোঃ সালে আহাম্মদ ও মোঃ ডালিমকে মনোনীত করে আংশিক কমিটি ঘোষণা করা হয়।
সম্মেলনে বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচন কে কেন্দ্র করে বিএনপি-জামায়েতের চক্রান্ত, অপ-কৌশল, মিথ্যা-বানোয়াট বক্তব্য ও সমাবেশের নামে জ্বালাও - পোড়াও কর্মকান্ডের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সকলকে অনুরোধ জানান এবং আসছে নির্বাচনে জননেতা দীপংকর তালুকদারকে নৌকা প্রতিকে বিজয়ী করে দেশনেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করণসহ পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন অব্যাহত রাখতে প্রয়োজনীয় ভূমিকা পালনের জন্য যুব নেতা-কর্মীদের আহবান জানান।
সম্মেলন ও আলোচনা সভা শেষে আওয়ামী যুবলীগের ৫০ তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে ২ শতাধিক নেতকর্মীর উপস্থিতিতে কেক কাটা সহ এক মণোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪