সাদা মনের মানুষের অসুস্থতার খবরে ছুটে গেলেন মারিশ্যা জোন কমান্ডার

প্রকাশিত: ২:৫৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২২

বাঘাইছড়ি উপজেলার রূপকারী ইউনিয়নের মগবান শাক্যমুণি বৌদ্ধ বিহারের আজীবন অধ্যক্ষ ও কাচালং শিশু সদনের প্রতিষ্ঠাতা পরিচালক ইউনিলিভার বাংলাদেশ কর্তৃক জরিপে সাদা মনের মানুষ উপাধীতে ভূষিত তিলোকানন্দ মহাথেরো মহাস্থবির ভান্তে বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন থেকে অসুখে ভুগছেন এমন সংবাদ পেয়ে ধর্মীয় গুরুর খোজ নিতে রবিবার বিকেলে কাচলং শিশু সদনে ছুটে যান ২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল শরিফুল্লাহ আবেদ (এসজিপি পদাতিক)।

জোন কমান্ডার ভান্তের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং উপহার সরুপ ভান্তের জন্য ফলের ঝুড়ি, ব্যায়ামের জন্য রানার মেশিন ও একটি সার্জিক্যাল সহ বিভিন্ন সামগ্রী প্রদান করেন।

এসময় মারিশ্যা জোনের মেডিকেল অফিসার ডাঃ ক্যাপ্টেন মনোয়ার হোসেন উপস্থিত ছিলেন। জোন কমান্ডারের এমন মানবিক কাজের ভূয়সী প্রশংসা করে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন সাদা মনের মানুষ তিলোকানন্দ মহাথেরো মহাস্থবির ভান্তে।

জোন কমান্ডার বলেন কাচালং শিশু সদনের প্রতিষ্ঠা করে বাঘাইছড়ি উপজেলা সহ পাহাড়ের দরিদ্র শিক্ষার্থীদের কাছে মহান মানুষ তিনি, মারিশ্যা জোন সাদা মনের মানুষের সেবায় সর্বদা প্রস্তুত আছে।