সেন্ট্রাল হাসপাতালের ঘটনায় দুইজন চিকিৎসককে গ্রেপ্তারের প্রতিবাদে আগামী ১৭ ও ১৮ জুলাই প্রাইভেট চেম্বার-অপারেশন বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সোসাইটি অফ মেডিসিন
শনিবার (১৫ জুলাই) বাংলাদেশ সোসাইটি অফ মেডিসিন সভাপতি অধ্যাপক মোঃ টিটো মিয়া ও মহাসচিব আহমেদুল কবির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়।
এতে বলা হয়, শনিবার দুপুর ১টায় সব সোসাইটির নেতারা এবং বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন বিএমএ কার্যালয়ে এক সভায় সেন্ট্রাল হাসপাতালের ঘটনায় দুইজন চিকিৎসককে গ্রেপ্তারের প্রতিবাদে এ কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়।
কর্মসূচি অনুযায়ী আগামী ১৭ ও ১৮ জুলাই সব প্রাইভেট চেম্বার এবং প্রাইভেট অপারেশন বন্ধ থাকবে। এবং আগামী ১৮ জুলাই আবারও বিএমএ নেতাদের সঙ্গে বসে পরবর্তী আন্দোলনের সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
বিএমএ এর সিদ্ধান্ত অনুযায়ী বাঘাইছড়িতেও প্রাইভেট চেম্বার বন্ধের ঘোষণা দিয়েছেন ডাক্তাররা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ মাহবুবুর রহমান তার ফেইসবুক আইডিতে আগামী ১৭ ও ১৮ তারিখ প্রাইভেট চেম্বার বন্ধ রাখার ব্যপারে নিশ্চিত করে একটি পোস্ট করেন। একই সাথে উপজেলার আরেক জনপ্রিয় ডাক্তার রাজিউর রহমানও তার ফেইসবুক আইডিতে পোস্ট করেন।
ডাক্তার মাহবুবুর রহমান তার ফেইসবুকে লিখেন,
সেন্ট্রাল হাসপাতালে সংঘটিত মর্মান্তিক ঘটনার সুষ্ঠু তদন্ত, সত্যিকারের দোষী ব্যক্তিদের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং রাত ২টায় আগত রোগীর প্রাণ বাঁচাতে গিয়ে ভিকটিম হওয়া জুনিয়র চিকিৎসকদের দ্রুত মুক্তি ও ফৌজদারি মামলা থেকে অব্যহতির দাবিতে সারাদেশের চিকিৎসক সোসাইটির আহবানে সাড়া দিয়ে আগামী ১৭/৭/২৩ ও ১৮/৭/২৩ তারিখ (সোম-মঙ্গল) এ দুই দিন আমার ব্যক্তিগত চেম্বার বন্ধ থাকবে। সম্মানিত রোগীদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত! রোগী আছেন বলেই আমরা "চিকিৎসক"। রোগীরা আমাদের আপনজন, আপনজনকে কখনো হত্যা করা যায়না।
আমরা রোগীদের ভালোবাসি; জীবন বাঁচাতে আমরাও ঝুঁকি নেই। পেশার কারণে সেবা দিতে গিয়ে চিকিৎসা সংক্রান্ত "জটিলতা"কে "ভুল চিকিৎসা" বলে অপপ্রচার ও "খুনি" পরিচয়ে জেলে যেতে চাই না!
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪