সিঙ্গিনালা তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসা ঈদে মিলাদুন্নবী (দঃ) উদযাপন

প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২৪

রাঙ্গামাটির বাঘাইছড়িতে আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট কতৃক পরিচালিত সিঙ্গিনালা তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসায় পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী(দ.) উদযাপন উপলক্ষে শিক্ষার্থীদের নিয়ে মহানবী হযরত মুহাম্মদ (দ) এর জীবনীর উপর কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১ টায় মাদ্রাসা হল রুমে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা সৈয়দ মোঃ আব্দুল বারী। পুরাস্কার বিতরণী অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় শিক্ষকরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে মহানবীর জীবনী নিয়ে আলোচনা করেন এবং রসুলের আদর্শে জীবন পরিচালনার জন্য উৎসাহিত করেন।

পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে দেশ ও জাতীর কল্যানে দোয়া মোনাজাত করা হয়।