|| মোহাম্মদ রিয়াজ ||
বাঘাইছড়ি উপজেলার সিঙ্গিনালা তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও মেধা তালিকায় ১ম ২য় ও ৩য় স্থান অধিকারীদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৮ মার্চ শনিবার মাদ্রাসার হল রুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা সৈয়দ আব্দুল বারী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, বিশেষ অতিথিদের মধ্যে উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ আলী হোসেন, গাউছিয়া কমিটি বাংলাদেশ বাঘাইছড়ি উপজেলা শাখার সভাপতি হাজী আব্দুল শুক্কুর মিয়া সহ স্থানীয় গণ্যামান্য ব্যাক্তিবর্গ ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিগণ।
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪