সিঙ্গিনালা মাদ্রাসার ২০২৫ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ৩:০৮ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২৫

মুহাম্মদ এস কে রিয়াজ

রাঙ্গামাটির বাঘাইছড়িতে আনজুমান এ রহমানিয়া আহমদীয়া সুন্নিয়া ট্রাস্ট কর্তৃক পরিচালিত সিঙ্গিনালা তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসার ২০২৫ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে৷

বুধবার(৯ই এপ্রিল) বেলা ১১ টায় মাদ্রাসা হলরুমে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার সৈয়দ মোঃ আবদুল বারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ বাঘাইছড়ি শাখার সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ।

মাদ্রাসার শিক্ষকমন্ডলী, দাখিল পরীক্ষার্থী ও বিভিন্ন শ্রেণীর ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। উক্ত মাদ্রাসা থেকে ২য় বারের মতো বোর্ড পরীক্ষায় এবার ৯জন পরীক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করবেন৷

পরিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক আলোচনায় শিক্ষকরা অংশগ্রহণ করেন এবং সভা শেষে পরীক্ষার্থীদের সাফল্য কামনা করে মিলাদ-কিয়াম, দোয়া- মুনাজাত অনুষ্ঠিত হয়।