দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে স্থগিত হওয়া বাঘাইছড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দল, পৌর স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের চার নেতার পদ পুনর্বহাল করা হয়েছে।
রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু স্বাক্ষরিত এক আদেশে তাদের পদ স্থগিতাদেশ প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।
স্থগিতাদেশ প্রত্যাহারকৃতদের তালিক:
১. মোঃ নুর উদ্দিন – আহবায়ক, বাঘাইছড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দল
২. সারওয়ার গাজী – সদস্য সচিব, কাচালং কলেজ ছাত্রদল।
৩. আব্দুর রহমান – যুগ্ম আহ্বায়ক, বাঘাইছড়ি পৌর স্বেচ্ছাসেবক দল।
৪. শাহাদাৎ মোল্লা – যুগ্ম আহবায়ক, বাঘাইছড়ি পৌর ছাত্রদল
গত ১৩ ও ১৪ জানুয়ারি ২০২৫ সালে চট্টগ্রামের স্থানীয় দৈনিক "দৈনিক সাঙ্গু" পত্রিকায় প্রকাশিত সংবাদ এবং স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের লিখিত অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ ওঠে, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিবেদন যাচাই-বাছাই করে বিষয়টি প্রাথমিকভাবে সত্যতা পাওয়ায় ১৫ জানুয়ারি ২০২৫ তারিখে তাদের পদ স্থগিত করা হয়।
তবে, সাম্প্রতিক সময়ে তারা দলীয় শৃঙ্খলা মেনে চলার অঙ্গীকার করেন এবং ভবিষ্যতে সংগঠনের স্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ডে না জড়ানোর প্রতিশ্রুতি দেন। এর পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়।
রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু স্বাক্ষরিত এই আদেশে বলা হয়েছে, "ভবিষ্যতে দলীয় শৃঙ্খলা বিরোধী কোনো কর্মকাণ্ডে জড়ানো থেকে বিরত থাকতে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে।"
এই সিদ্ধান্ত ৭ মার্চ ২০২৫ থেকে কার্যকর বলে দলীয় জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নিশ্চিত হয়েছে।
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪