হাজী মুন্সিমিয়া কিশোর সংঘ’র জয়ের মধ্যদিয়ে পর্দা নামলো শর্টপিচ ক্রিকেট টুর্ণামেন্টের

প্রকাশিত: ১১:৩৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২২

//ইমরান হোসেন জুমান,বাঘাইছড়ি//

বাঘাইছড়ি পৌরসভার ৭নং ওয়ার্ডস্থ জি ওয়ান ব্লক সূর্য তরুণ ক্লাবের উদ্যোগে বাঘাইছড়িতে প্রথমবারের মত আয়োজিত শর্টপিচ ক্রিকেট টুর্ণামেন্ট জমকালো আয়োজনের মধ্য দিয়ে সমাপ্ত হলো গত ২১ ফেব্রুয়ারি।

বাঘাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে টুর্ণামেন্টের ফাইনাল খেলায় অংশগ্রহণ করে হাজী মুন্সিমিয়া কিশোর সংঘ ও জি ওয়ান ব্লক সূর্য তরুণ ক্লাব।

টুর্ণামেন্টের চুড়ান্ত পর্বের খেলায় মাঠে ভরপুর দর্শক সমাগম হয়, চমতকার হাড্ডা-হাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে হাজী মুন্সি মিয়া কিশোর সংঘ জয়ী হয়। খেলা শেষে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মোঃ হুমায়ুন রশিদ এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন বাঘাইছড়ি পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ পারভেজ আলী।  প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগ ও বাঘাইছড়ি প্রেস ক্লাবের সাধারন সম্পাদক গিয়াস উদ্দীন মামুন, বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ হোসেন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক জাবেদুল আলম, উপজেলা যুবলীগের সভাপতি শাহরিয়ার হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সবুর, ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক তোফায়েল আহম্মদ, হিল স্পোর্টস এ্যাসোসিয়েশন এর সাধারন সম্পাদক আশিকুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক ও বটতলী স্পোর্টিং ক্লাবের সাধারন সম্পাদক নূর উদ্দীন রাজু,  স্বেচ্ছাসেবী সংগঠন হৃদয়ে বাঘাইছড়ির প্রতিষ্ঠাতা প্রকোশলী মাহমুদুল হাসান, মোঃ জালাল, নাঈম উদ্দীন কাদের, আরিফুর রহমান, পারভেজ আলম প্রমুখ।

অথিতিবৃন্দ ও বক্তারা উক্ত খেলা পরিচালনা কমিটিকে অত্যন্ত ধন্যবাদ ও সন্তুষ্টি প্রকাশ করেন এমন স্বতন্ত্র একটি ক্রিকেট টূর্নামেন্ট আয়োজন ও সফল করার জন্য। পাশাপাশি ভাষার মাস ফেব্রুয়ারীতে ছাত্রসমাজকে দেশ ও জাতির তরে তৈরী করতে খেলাধুলার প্রয়োজনীয়তা সম্পর্কে উদ্ভুদ্ধ এবং উৎসাহ প্রদান করেন বক্তারা।

ছবি- হাজী মুন্সিমিয়া কিশোর সংঘের খেলোয়াড়গণ চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করছেন।

আলোচনা শেষে উভয় দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার ও ট্রফি প্রদান করেন অতিথিগণ। একই সাথে ক্লাব কতৃক অতথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।