হাজী মুন্সি মিয়া কিশোর সংঘের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:৫১ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০২৫

রাঙ্গামাটির বাঘাইছড়িতে হাজী মুন্সি মিয়া কিশোর সংঘের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ মার্চ) চৌমুহনী জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির, কাচালং সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও চৌমুহনী জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, হাজী মুন্সি মিয়া কিশোর সংঘের সভাপতি মোরশেদুল আলম সহ ঢেবারপাড়া এলাকা ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইফতার পূর্বে মিলাদ কিয়াম পরিচালনা করেন মাওলানা আতিকুর রহমান, দেশ, জাত ও সমগ্র মুসলিম উম্মাহর জন্য দোয়া মোনাজাত করেন চৌমুহনী জামে মসজিদের খতিব মাওলানা আজিজুর রহমান।

উল্লেখ্য যে হাজী মুন্সি মিয়া কিশোর সংঘের জেষ্ঠ্য সদস্য আজিজুর রহমান মানিক জানান কিশোর সংঘের সদস্যরা খেলাধুলার পাশাপাশি সামাজিক সকল কর্মকান্ডে অংশগ্রহণ করে, যেকোন দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তা সহ নানামুখী মানবিক কার্যক্রম পরিচালনা করে থাকে তারই ধারাবাহিকতায় সমাজের সকল শ্রেণী পেশার মানুষদের নিয়ে একসাথে ইফতার আয়োজন করা হয় এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।