হ্যান্ডবল টুর্ণামেন্টে বাঘাইছড়ি দল চ্যাম্পিয়ন

প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২১

//মোঃ মহিউদ্দিন, বাঘাইছড়ি//
বাঘাইছড়িতে ক্রীড়া পরিদপ্তর প্রনীত বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২১ – ২২ স্কুল শিক্ষার্থীদের আন্তঃ উপজেলা হ্যান্ডবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা পরিষদ মাঠে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে উপজেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় উক্ত আয়োজন সম্পন্ন হয়।

এসময় সাবেক জেলা ক্রীড়া অফিসার বাবু স্বপন কিশোর চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ সহ বিভিন্ন কর্মকর্তা কর্মচারী ও খেলোয়াড় এবং দর্শকবৃন্দ।

হ্যান্ডবল প্রতিযোগিতায় মোট তিন টি দল অংশ গ্রহণ করে। বাঘাইছড়ি উপজেলা থেকে দুই টি দল এবং লংগদু উপজেলা থেকে এক টি দল। খেলায় বাঘাইছড়ি উপজেলা চ্যাম্পিয়ন এবং লংগদু উপজেলা রানার্সআপ হয়েছে ।