২০০৪ সালে আওয়ামীলীগ আয়োজিত সমাবেশে তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলার প্রতিবাদে বাঘাইছড়িতে আলোচনা সভা ও দোয়া মাহফিলে আয়োজন করেছে উপজেলা আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন।
রবিবার বিকেলে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি দিলীপ কুমার দাশের সভাপতিত্বে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সানি দেবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মোঃ আলী হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ সভাপতি দানবীর চাকমা, সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন মামুন, পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র মোঃ জমির হোসেন, সাধারণ সম্পাদক মনসুর আলী, উপজেলা যুবলীগের সভাপতি শাহরিয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন, পৌর ছাত্রলীগের আহবায়ক মোরশেদ আলম সহ উপজেলা, পৌর,ওয়ার্ডের নেতা কর্মি বিন্দু উপস্থিত ছিলেন।
উক্ত আলোচনা সভায় গ্রেনেড হামলার প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, পঁচাত্তরের ১৫ আগস্ট যারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করেছিলো, পরবর্তীতে তারাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার মাধ্যমে তাদের অসম্পূর্ণ মিশন সম্পূর্ণ করার অপচেষ্টা করেছিলো। আওয়ামী লীগ নেতাকর্মীরা মানবপ্রাচীর তৈরি করে শেখ হাসিনার প্রাণ বাঁচালেও আইভি রহমান সহ আওয়ামী লীগের ২২জন নেতাকর্মী সেদিন প্রাণ হারান। গ্রেনেড হামলাকারী তারেক জিয়াসহ সকল খুনিদের ফাঁসির দাবি জানান বক্তারা।
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪