২ অক্টোবর বাঘাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস ২০২১ পালিত হয়েছে প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২১ //সংবাদদাতা- মোঃ মহিউদ্দিন// “অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় উৎপাদনশীলতা” এই স্লোগানে বাঘাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস ২০২১ পালিত হয়েছে। শনিবার (২ অক্টোবর) সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল কাইয়ুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র জাফর আলী খান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আলী হোসেন, বাজার পরিচালনা কমিটির সভাপতি নিজাম উদ্দিন বাবু সহ উপজেলার বিভিন্ন ব্যবসায়ী, ও জন প্রতিনিধিগন উপস্থিত ছিলেন। উক্ত আলোচনা সভায় বক্তৃতারা “অপ্রতিরোধ্যা অগ্রযাত্রায় উৎপাদনশীলতা” বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন ব্যবসা,উৎপাদন, সম্ভাবনা, বিভিন্ন বিষয়ে নিয়ে গুরুত্ব আরোপ করেন। SHARES প্রচ্ছদ বিষয়: