৪নং ওয়ার্ড একাদশের জয়ের মধ্য দিয়ে সমাপ্ত হলো মেয়র গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট- ২০২২ প্রকাশিত: ১১:২২ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২৩ জমকালো আয়োজনের মধ্যে দিয়ে প্রথমবারের মত বাঘাইছড়ি পৌরসভার উদ্যোগে মেয়র গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ২০২২ এর চুরান্ত পর্বের খেলা সম্পন্ন হয়েছে। ৪নং ও ৩নং ওয়ার্ড একাদশ পহেলা জানুয়ারী রবিবার বিকাল ৩ ঘটিকায় উপজেলা ক্রীড়া সংস্থার মাঠে ৩নং ওয়ার্ড ফুটবল একাদশ বনাম ৪নং ওয়ার্ড ফুটবল একাদশের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলার প্রধান পরিচালকের দায়িত্ব পালন করেন পঞ্চম কর্মকার, সহকারী পরিচালকের দায়িত্ব পালন করেন প্রানেশ চাকমা ও তুষার চাকমা, ৪র্থ পরিচালকের দায়িত্ব পালন করেন মোঃ ছানা উল্লাহ। নির্ধারিত সময়ের খেলা শেষে ৪নং ওয়ার্ড একাদশ ২-১ গোলে ৩নং ওয়ার্ড একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। চ্যাম্পিয়ান দলের হয়ে ৩ জন নাইজেরিয়ান খেলোয়াড় মাঠ দাপিয়ে বেড়ায়। চুড়ান্ত পর্বের খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে শুভ উদ্বোধন করেন খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ২৯৯ নং রাঙামাটি আসনের সাংসদ দীপংকর তালুকদার, তিনি বাঘাইছড়ি পৌরসভার মেয়র জমির হোসেনকে এধরনের টূর্নামেন্ট আয়োজনের জন্য ধন্যবাদ প্রদান করেন এবং ভবিষ্যতেও চলমান রাখার জন্য নির্দেশনা দেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মারিশ্যা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল শরিফুল্লাহ আবেদ (এসজিপি পদাতিক) এছাড়া আরো উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বৃষকেতু চাকমা, জেলা পরিষদ সদস্য প্রিয়নন্দ চাকমা, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, সাগরিকা চাকমা, কাচালং কলেজ অধ্যক্ষ দেব প্রসাদ দেওয়ান, থানার অফিসার ইনচার্জ শাহাদাৎ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলী হোসেন, দিলীপ কুমার দাশ , দানবীর চাকমা, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মামুন, বিশিষ্ট ক্রীড়ানুরাগী সিরাজুল ইসলাম, বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান সহ গণ্যামান্য ব্যাক্তিবর্গ ও পৌরসভার কাউন্সিলরবৃন্দ। ৩নং ওয়ার্ড রানার্সআপ দল খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সাআপ দলের মাঝে ব্যাক্তিগত ও দলীয় ট্রফির পাশাপাশি চ্যাম্পিয়ান দলকে ৫ লাখ টাকা ও রানার্সআপ দলকে ৩ লাখ টাকার প্রাইজমানি তুলে দেন অতিথিবৃন্দ। মেয়র গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্টে পৌরসভার ৯টি ওয়ার্ড হতে ৯ দল অংশ গ্রহন করে। ফাইনাল খেলা উপভোগ করতে মাঠের চারপাশে প্রায় ২০ হাজার মানুষ জড়ো হয়। শ্রেষ্ঠ খেলোয়াড় মোঃ মাসুম রানা টুর্ণামেণ্ট সেরা খেলোয়াড়ের গৌরব অর্জন করেন ৪ নং ওয়ার্ড একাদশের খেলোয়াড় মোঃ মাসুম রানা, সর্বোচ্চ গোলদাতার গৌরব অর্জন করেন ৩ নং ওয়ার্ড একাদশের খেলোয়াড় মোঃ জনি সর্বোচ্চ গোলদাতা মোঃ জনি ফাইনাল ম্যাচে উপস্থিত অতিথিদের মধ্যে দীপংকর তালুকদার এমপি, মারিশ্যা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল শরিফুল্লাহ আবেদ ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমাকে সম্মাননা স্মারক প্রদান করেন পৌর মেয়র জমির হোসেন। SHARES বাঘাইছড়ি পৌরসভা বিষয়: