৬ টি ইট নেয়াকে কেন্দ্র করে হোসেন কাউন্সিলরের নেতৃত্বে বাবা মেয়ে সহ ৪ জনকে পেটানোর অভিযোগ প্রকাশিত: ১২:৪২ পূর্বাহ্ণ, জুন ১৯, ২০২২ //নিজস্ব প্রতিনিধি// শনিবার (১৮জুন) আনুমানিক সন্ধ্যা ৮ ঘটিকার দিকে পৌরসভার মধ্যমপাড়া গ্রামের গোলাম হোসেন নামে এক ব্যাক্তির পরিবার বন্যার পানি থেকে নিরাপদে থাকার জন্য নিজেদের ঘরের খাট ও অন্যান্য আসবাবপত্র উচু করার জন্য শাহ আলম কোম্পানীর মাঠে থাকা ইটের স্তুপ থেকে ৬ টি ইট সংগ্রহ করে গোলাম হোসেনের মেয়ে ইয়াসমিন আক্তার ও তার ছোট ভাই মোঃ জমির হোসেন। ইট নেয়ার কিছুক্ষণের মধ্যে উক্ত স্থানে উপস্থিত হয়ে ইটের মালিক ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ হোসেন তার সহযোগীরা ইট চুরির অপবাদে মোঃ গোলাম হোসেন ও তার ছেলে- মেয়েদের মারধর করে বলে অভিযোগ করেন মোঃ গোলাম হোসেন। আহত ইয়াসমিন আক্তার(৩২) বলেনঃ আমাদের ঘরটি নিচু হওয়ায় বন্যার পানি উঠার সম্ভাবনা রয়েছে তাই আমি ও আমার ভাই জমির(২৫) ঘরের খাট উচু করার জন্য সবার সাথে ইটের স্তুপ থেকে ইট নিচ্ছিলাম বাসায় আমার ভাই ৪ টি ইট নিয়ে বাসায় যায় এবং আমি ২ টি ইট নিয়ে যাচ্ছিলাম এমতাবস্তায় হোসেন মেম্বার(৫০) ও তার ছেলে বাবু(২৬) ও তার ভাইয়ের ছেলে স্বপন(৩০), শামীম(২৭), তপন(২৭), ভাগীনা আক্তার(২৩) এবং আব্দুর রাজ্জাক(স্পীকার) এর ছেলে রুবেল(২৬) আমাকে আটকে ফেলে এবং আমাকে ইট চোর অপবাদে গালিগালাজ করে, আমার কোন কথার উত্তর দেয়ার আগেই আক্তার আমার হাতে কামড় দেয় এবং আমাকে সবাই মিলে মারধর শুরু করে, একপর্যায়ে আমি মাটিতে শুয়ে পড়ি এবং তারা আমাকে লাথি, কিল, ঘুষি মেরে আঘাত করে, পরে আমার বাবা এবং ভাই মোঃ কবির(৩০) ও মোঃ জমির(২৫) এসে আমাকে ছুটাতে চাইলে তাদেরকেও মারে। ছবি- ভুক্তভোগী মোঃ কবির হোসেন (৩০) আহত গোলাম হোসেন(৭০) বলেনঃ আমি বাড়ির সামনে হইহুল্লুর আর আমার মেয়ের চিৎকারের আওয়াজ শুনে দ্রুত শাহ আলম কোম্পানীর মাঠে যাই এবং গিয়ে দেখি আমার মেয়েকে তারা সবাই মিলে কিল ঘুষি মারছে আমি তাদের জিজ্ঞাসা করি বাবা কি হইছে আমাকে বলো তারা কোন উত্তর না দিয়ে আক্তার আমাকে ঘুষি মারে, আমি সাথে সাথে মাটিতে পড়ে যাই এবং আমাকে ইট দিয়ে কপালে ও ঘাড়ে বারি মারে আমি মাঠ থেকে রাস্তায় পড়ে যাই। আমার দুই ছেলেকেও মারধর করে। ছবি- ভুক্তভোগী মোঃ জমির হোসেন(২৫) তারা বর্তমানে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন এবং এই বিষয়ে আইনী প্রক্রিয়ায় বিচারের দাবী জানাবেন বললেন গোলাম হোসেন ও তার পরিবার। এই ঘটনা সম্পর্কে বাঘাইছড়ি থানার এস আই মোঃ বিল্লাল হোসেন বলেনঃ ঘটনাটি সম্পর্কে আমরা অবগত হয়েছি ভুক্তভোগীরা অভিযোগ করলে আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করবো। SHARES অপরাধ বিষয়: