বাঘাইছড়ি পৌরসভার আয়োজনে ১ম বারের মত উপজেলা পরিষদ মাঠে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে শুভ উদ্ভোধন হলো "মেয়র গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ২০২২"। টুর্ণামেন্টে অংশগ্রহণ করছে পৌরসভার ৯ ওয়ার্ডের ৯ টি শক্তিশালী ফুটবল টীম।
উদ্ভোধনী খেলায় অংশগ্রহণ করে এ গ্রুপের দল শক্তিশালী ৬নং ওয়ার্ড (বটতলী) একাদশ বনাম ৯নং ওয়ার্ড (বাঘাইছড়ি) একাদশ।
[caption id="attachment_3197" align="alignnone" width="300"] ৬নং ওয়ার্ড টীম
৬নং ওয়ার্ড ফুটবল একাদশের টীম ম্যানেজারের দায়িত্ব পালন করেন উক্ত ওয়ার্ড কাউন্সিলর মোঃ ইউসুফ নবী ও ৯নং ওয়ার্ড ফুটবল একাদশের টীম ম্যানেজার ছিলেন উক্ত ওয়ার্ড কাউন্সিলর মিঠেল চাকমা।
প্রথমার্ধে ২০ মিনিটের মাথায় ৯নং ওয়ার্ডের আক্রমনভাগের খেলোয়াড় রিতেশ চাকমা ৬নং ওয়ার্ডের বিপক্ষে ১ম গোল করে দলকে এগিয়ে রাখেন।
৭০ মিনিটের খেলায় আক্রমণ পাল্টা আক্রমণ করেও দলকে সমতায় ফেরাতে পারেনি ৬ নং ওয়ার্ডের খেলোয়াড়রা, ফলে ১-০ গোলে প্রথম ম্যাচে জয় লাভ করে ৯নং ওয়ার্ড ফুটবল একাদশ।
এ গ্রুপের ৩ টি দলের মধ্যে অপর দল ৮নং ওয়ার্ড ফুটবল একাদশ। দীর্ঘদিনপর মাঠে টুর্ণামেন্ট আয়োজনের ফলে প্রচুর দর্শক দেখা যায়, ধারনা করা হচ্ছে ধীরে ধীরে এই দর্শকের পরিমান আরো অনেক বাড়তে পারে।
উল্লেখ্য যে, টুর্ণামেন্টের চ্যাম্পিয়ন দলের প্রাইজ মানির পরিমান ৫ লাখ টাকা ও রানার্স আপ দলের প্রাইজপ মানির পরিমান ৩ লাখ টাকা।
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪