বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ বাঘাইছড়ি পৌর ওয়ার্ড শাখা সমুহের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্টিত হয়েছে।
আজ সোমবার বেলা ১১ ঘটিকা হতে বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগ কার্যালয় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কমপ্লেক্সে বাঘাইছড়ি পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রীতুলাল চাকমার সভাপতিত্বে অনুষ্টিত সম্মেলনের শুভ উদ্বোধন করেন রাঙ্গামাটি জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ শাওয়াল উদ্দিন। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় সম্মেলনের ১ম অধিবেশন।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ আলী হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি দীলিপ কুমার দাশ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক রতন দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক ও ১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ হাফেজ আহাম্মদ, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনসুর আলী, রাঙ্গামাটি জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ফজলুল করিম, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি নূরে আলম খোকন এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আবু নাছের। সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেব রাঙ্গামাটি জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মোঃ শাহজাহান এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন বাঘাইছড়ি পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মিঠু।
বক্তারা স্বেচ্ছাসেবক লীগের সার্বিক কর্মকান্ডের উপর বিশেষ গুরুত্বারোপ করেন এবং প্রধান মন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করণ সহ রাঙ্গামাটি জেলার মাননীয় সাংসদ দিপংকর তালুকদারকে আসছে জাতীয় নির্বাচনে এমপি পদে জয়যুক্ত করতে প্রয়োজনীয় সহযোগীতা দানের জন্য সকলের প্রতি আহ্বান জানান।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বাঘাইছড়ি পৌর ওয়ার্ড শাখা কমিটি বাস্তবায়নের জন্য সম্মেলন প্রস্তুত কমিটিকে ঊপজেলা ও পৌর আওয়ামীলীগের নেতৃবৃন্দের সাথে সমন্বয় করে কমিটি গঠনের নির্দেশনার মধ্য দিয়ে সম্মেলনের ১ম অধিবেশন সম্পন্ন হয়।
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪