মরহুম হাজী নুরুল আলম এর ১ম মৃত্যু বার্ষিকীতে বাঘাইছড়ি বিএনপির দোয়া মাহফিল

প্রকাশিত: ৯:৫০ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২৩

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বাঘাইছড়ি পৌর শাখার সাবেক সাধারণ সম্পাদক মরহুম হাজী মোঃ নুরুল আলম (নুর আলম কন্ট্রাক্টর) এর ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও অঙ্গ সহযোগী সংগঠন বাঘাইছড়ি উপজেলা ও পৌর শাখা।

সোমবার (১০জুলাই) সন্ধ্যা ৭ ঘটিকায় বাঘাইছড়ি উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাঙ্গামাটি জেলা বিএনপির সহ সভাপতি ও বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি মোঃ নিজাম উদ্দিন বাবু। এসময় অন্যান্যদের মধ্যে বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলী, সাধারণ সম্পাদক মোঃ জাবেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধীক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, বাঘাইছড়ি উপজেলা বিএনপি পরিবারের একজন বটবৃক্ষ ছিলেন নুরুল আলম, তিনি শুধু যোগ্য রাজনৈতিক ব্যাক্তিই ছিলেন না ছিলেন মানবিক গুণাবলি সম্পন্ন একজন আদর্শ মানুষ, সকলে তার জন্য দোয়া কামনা করেন এবং সর্বদা তার পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

মরহুম হাজী নুরুল আলম এর ছেলে জেলা ছাত্রদলের কার্যনির্বাহী সদস্য মোঃ নাহিদুল আলম বাবার স্মৃতিচারণ করে আবেগময় বক্তব্য রাখেন, তিনি দোয়া মাহফিল আয়োজনের জন্য সকলকে ধন্যবাদ জানান এবং বাবার জন্য দোয়া কামনা করেন।

সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা  হয়।