বেশি দামে লবণ বিক্রি; দুই ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা প্রকাশিত: ১:৩৬ পূর্বাহ্ণ, নভেম্বর ২০, ২০১৯ কিশোরগঞ্জে বেশি দামে লবণ বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে শহরের বড় বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব মাহমুদ পাশার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে কৃষি বিপণন আইন-২০১৮ অনুযায়ী বড় বাজারের ব্যবসায়ী অজয় সাহাকে ১ লাখ টাকা এবং সুমন মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় জেলা বাজার কর্মকর্তা শিখা বেগম উপস্থিত ছিলেন।ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা জানান, তিনি ভৈরব বাজার মনিটরিংয়ের সময় প্রতি বস্তা লবণ ৫/১০ টাকা বেশি দরে বিক্রির প্রমাণ পেয়েছেন। পরে তিনি লবণের বাড়তি দাম নেওয়া বন্ধ করে দেন। জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরী জানান, বেশি দামে লবণ বিক্রি সংক্রান্ত গুজবের পরিপ্রেক্ষিতে বিভিন্ন স্থানে মাইকিং করা হচ্ছে।তাছাড়া ভ্রাম্যমাণ আদালতের কাজও চালানো হচ্ছে। বাজার স্থিতিশীল রাখতে আগামীকাল বুধবার ব্যবসায়ী নেতৃবৃন্দকে নিয়ে সভা করা হবে বলে তিনি জানান। SHARES অর্থ-বানিজ্য বিষয়: