বরিশালে পুলিশি বাধায় যুবদলের মিছিল পণ্ড প্রকাশিত: ৩:৪৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০১৯ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বরিশালে যুবদলের বিক্ষোভ মিছিল পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে। পরে দলীয় কার্যালয়ের সামনে রাস্তায় বসে বিক্ষোভ কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা। শনিবার (৭ ডিসেম্বর) সকাল ১১টায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে জেলা ও মহানগর যুবদলের আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা যুবদল সভাপতি অ্যাডভোকেট পারভেজ আকন বিপ্লবের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মহানগর যুবদল সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন, জেলা সম্পাদক অ্যাড. এইচ এম তছলিম উদ্দিন, কামরুল হাসান রতন, মামুন রেজা খান, অ্যাড. হাফিজ আহমেদ বাবলু, সাজ্জাদ হোসেন, মিজানুর রহমান পলাশ ও সালাউদ্দিন নাহিদ প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, আগামী বৃহস্পতিবার দেশনেত্রী বিএনপি চেয়ারপার্সনের মুক্তি দেয়া না হলে জাতীয়তাবাদী যুব দল খালেদা জিয়ার মুক্তির একদফা দাবি আদায়ের লক্ষে রাজপথে কঠোর আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাবে। পরে দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের করার চেষ্টা করা হলে মিছিলটি বরিশাল সাংবাদিক ইউনিয়ন অফিস বরাবর আসলে পুলিশ আটকে দেয়। পরে নেতাকর্মীরা সেখানে রাস্তায় বসে বিক্ষোভ করেন। SHARES রাজনীতি বিষয়: